ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

ট্রেবল জয়ী মেসি অপরাজেয়: আর্জেন্টাইন কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
ট্রেবল জয়ী মেসি অপরাজেয়: আর্জেন্টাইন কোচ লিওনেল মেসি

ঢাকা: কোপা আমেরিকার মিশনে নামছে আর্জেন্টিনা। লিওনেল মেসির দলটি এবারে ফেভারিট হিসেবেই শুরু করতে যাচ্ছে।

দলের কোচ জেরার্ড টাটা মার্টিনো এ ম্যাচে নামার আগে দলের সেরা অস্ত্র মেসিকে ‘অপরাজেয় ফুটবলার’ বলে জানিয়েছেন।

বার্সেলোনার হয়ে এ মৌসুমে কোপা দেল রে, লা লিগা আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন মেসি। ট্রেবল জয়ী এ ফুটবলার নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠের আক্রমণভাগের দায়িত্ব পালন করবেন।

২৭ বছর বয়সী মেসি প্রসঙ্গে মার্টিনো বলেন, আমি মনে করি দারুণ একটি মৌসুম কাটিয়ে মেসি এখানে এসেছে। ট্রেবল জয় তাকে কোপা আমেরিকার আসরেও এগিয়ে রাখবে। এ মৌসুমে অসাধারণ খেলা মেসিকে আমি ‘অপরাজেয় ফুটবলার’ হিসেবেই দেখছি।

আর্জেন্টাইন কোচ আরও যোগ করেন, গত বছর মেসি বিশ্বমঞ্চে চমৎকার খেলেও দলকে চ্যাম্পিয়ন করতে পারে নি। সে বছর মেসি কোনো শিরোপা ছাড়াই বিশ্বকাপে অংশ নিয়েছিল। এ বছর মেসির সামনে আরেকটি বড় আসর। আর চলতি বছরেই সে তিনটি শিরোপা জিতে এখানে অংশ নিচ্ছে।

এর আগে সমালোচকরা বারবার বলেছেন, বার্সেলোনার হয়ে মেসি যতটাই অপ্রতিরোধ্য, আর্জেন্টিনার হয়ে তিনি ততটাই ম্লান। তবে, মেসি জানিয়েছেন, যেকোনো মূল্যেই হোক দীর্ঘ ২২ বছরের আক্ষেপ ঘোচাতে কোপা আমেরিকার মাঠে নামবেন তিনি। আর্জেন্টিনার নতুন প্রজন্মকে তিনি কোপা আমেরিকার শিরোপার স্বাদ দিতে চান বলেও জানান।

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার এবারের কোপা আমেরিকা অভিযান শুরু হচ্ছে। ১৪ জুন (১৩ জুন দিবাগত) রাত সাড়ে তিনটায় মাঠে নামবে মেসি বাহিনী। ‘বি’গ্রুপে আর্জেন্টিনার বাকি দুই প্রতিপক্ষ উরুগুয়ে ও জ্যামাইকা।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ১৩ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।