ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, জুন ১১, ২০১৫
বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে পরাজিত বাংলাদেশ। বৃহস্পতিবার (১১ জুন) সকাল থেকে বৃষ্টির কারণে মাঠ ও পরিবেশ ছিল অনেকটাই বাংলাদেশের অনুকূলে।

কিন্তু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি দেখে বোঝার উপায় নেই কোন মাঠে খেলা হচ্ছে, বাংলাদেশ নাকি কিরগিজস্তানে? নিজেদের মাঠে কিরগিজস্তানের কাছে ৩-১ গোলে হেরে অসহায় আত্মসমর্পণ করে ক্রুইফ বাহিনী।

এ ম্যাচেও গত দুটি প্রস্তুতি ম্যাচের মতো ফরোয়ার্ডদের ব্যর্থতার চিত্র ছিল মাঠ জুড়ে। খেলা শুরুর ৮ মিনিটের মাথায় গোল হজম করে বাংলাদেশ। তাই কষ্ট করে গণমাধ্যম কর্মীদের লিখতে হয়নি 'এগিয়ে থেকেও পরাজিত বাংলাদেশ'। আর গোলটি সেই পুরানো রোগ 'সেটপিস' থেকে। স্বাগতিকরা তিন গোলের দুটিই হজম করে দূরারোগ্য সেটপিস থেকে। এই সমস্যাটি গত কয়েকটি ম্যাচে বাংলাদেশ দলের পরাজয়ের মূল কারণ।

ম্যাচের আট মিনিটে ডি বক্সের বাইরে হেমন্ত ভিনসেন্ট ফাউল করেন কিরগিজস্তানের খেলোয়াড়কে। ফলে রেফারি সুখবির সিং পেনাল্টির নির্দেশ দেন। আর স্পট কিক থেকে গোল করেন কিরগিজস্তানের জেনলিয়ানুহিন অ্যান্টন(১-০)।   

২৮ মিনিটে আবারো এগিয়ে যায় সফরকারীরা। এ সময় ইয়ামিন মুন্না ডি বক্সের মধ্যে কিরগিজস্তানের মাইয়ের ভিক্টররে ফাউল করেন। ফলে আবারও পেনাল্টির নির্দেশ দেয় রেফারি। পেনাল্টি থেকে গোল করেন ব্রানহার্ট অ্যাডগার (২-০)।

তবে ম্যাচের ৩২ মিনিটে কর্নার থেকে বল পেয়ে ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালে পাঠিয়ে দেন কিরগিজস্তানের ব্রানহার্ট অ্যাডগার (২-১)। ফলে ম্যাচে 'সৌভাগ্যবশত' একটি গোলের মালিক বনে যায় বাংলাদেশ।  

তবে ৪১ মিনিটে আবারো গোল, এবার কিরগিজস্তানের জেনলিয়ানুহিন অ্যান্টন ডি বক্সের বাইরে থেকে বা পায়ের শক্তিশালী শটে দর্শনীয় গোল করেন (৩-১)। এটি ম্যাচে তার তৃতীয় ও ব্যক্তিগত জোড়া গোল। ৩-১ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ক্রুইফের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ আক্রমণাত্বক হয়ে ওঠে সফরকারীরা। তবে বাংলাদেশ এ পর্বেও গুছিয়ে খেলতে পারেনি। দলের অধিনায়ক মামুনুল ইসলামের দুটি ফ্রি কিক আশা জাগিয়ে ছিল বেশ, কিন্তু গোল হয়নি। ৪৭ মিনিটে  মামুনুলের ফ্রি কিক বারের উপর দিয়ে মাঠের বাইরে চলে যায়। আর  ৭৮ মিনিটে তার ফ্রি কিকটি কোনোমতে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন কিরগিজ গোলরক্ষক।

কিরগিজস্তানের কাউন্টার অ্যাটাক ও দূর পাল্লার শটে গোল করার প্রচেষ্টা ছিল অব্যাহত। ইনজুরি টাইমে ব্যবধান কমানোর সহজ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। এ সময় রায়হান হাসানের থ্রো গিয়ে পড়ে ডি বক্সের মধ্য, কিন্তু সুবিধাজনক স্থানে থেকেও হেমন্ত-এমিলিরা গোল করতে ব্যর্থ হয়। নির্ধারিত সময় শেষে ৩-১ গোলে পরাজিত ক্রুইফ বাহিনী মাঠ ছাড়ে।   

উল্লেখ্য, আগামী ১৬ জুন বিশ্বকাপ ও এশিয়াকাপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে বিকেল ৫টায় তাজিকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

সময়: ১৮৫২ ঘণ্টা, জুন ১১, ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।