ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

অভিজ্ঞতা অর্জন করলো বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, জুন ১১, ২০১৫
অভিজ্ঞতা অর্জন করলো বাংলাদেশ ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শারীরিক গঠন থেকে শুরু করে খেলার ধরণ সব কিছুতেই বাংলাদেশকে পেছনে ফেলতে পারে কিরগিজস্তান ফুটবল দল। বৃহস্পতিবার (১১ জুন) ম্যাচে হয়েছেও তাই, কিরগিজস্তান কোনো সুযোগ না দিয়েই ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।



ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কিরগিজস্তান দলের কোচ আলেকজেন্ডার ক্রেষ্ট্রিনিন বলেন, 'আমরা ম্যাচে সুযোগ বেশি পেয়েছি, জয়টা আমাদের প্রাপ্য ছিল। এ আবহাওয়াতে খেলতে আমাদের কোন সমস্যা হয়নি। তবে বাংলাদেশ ভালো খেলেছে। আমরা ফিফা ৠাংকিং নিয়ে ভাবছি না। ভাবছি বাছাইপর্বের পরের ম্যাচগুলো নিয়ে। '  

খেলা চলাকালীন সময়ে মাঠ থেকে ক্রুইফকে বের করে দেন রেফারি। ফলে নিয়ম অনুযায়ী সংবাদ সম্মেলনে আসতে পারেননি ক্রুইফ। অধিনায়ক মামুনুল ইসলামও আসেননি।

তাই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সহকারী কোচ সাইফুল বারী টিটু। তিনি জানালেন, 'কিরগিজস্তানের সুদৃঢ় রক্ষণভাগে আটকে গেছে বাংলাদেশের সব আক্রমণ। আর বাংলাদেশ দলের খেলোয়াড়দের ডি-বক্স সীমানায় অহেতুক ফাউলের মাশুল দিতে হয়েছে। হোম ম্যাচ দু’টি নিয়ে আমাদের অনেক আশা ছিল। কিন্তু ম্যাচের রেজাল্ট সব পাল্টে দিয়েছে। তবে মামুনুল-ইয়ামিন বেশ ভালো খেলেছে। ’

তিনি আরও বলেন, ‘কৌশলগত দিক দিয়ে বেশ এগিয়ে ছিল প্রতিপক্ষ। দলটির ভিডিও দেখে ও খেলার ধরণ সম্পর্কে খেলোয়াড়দের অবহিত করা হয়েছিল। তবে মাঠে তারা নির্দেশনা মোতাবেক খেলতে পারেনি। তবে এ ম্যাচের অভিজ্ঞতা আমরা সামনের ম্যাচগুলোতে কাজে লাগাবো। ’

এখন দেখার বিষয়, আগামী ১৬ জুন তাজিকিস্তানের বিপক্ষে  বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে প্রথম ম্যাচ থেকে প্রাপ্ত 'অভিজ্ঞতা' কতটুকু কাজে লাগাতে পারে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘন্টা, ১১ জুন, ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।