ঢাকা: ইউরো ২০১৬’র বাছাইপর্বের আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় পেয়েছে স্পেন। ভিসেন্তে দেল বক্সের শিষ্যরা ২-১ গোলে হারিয়েছে কোস্টারিকাকে।
ফ্রান্স, জার্মানি আর নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিন ম্যাচ হেরে ঘরের মাঠ লিওনে খেলতে নেমেছিল স্পেন। ইউরো ২০১৬ বাছাইয়ের নিজেদের গ্রুপে দুই নম্বরে থাকা স্প্যানিশরা ম্যাচের ষষ্ঠ মিনিটেই পিছিয়ে পড়ে। কোস্টারিকার হয়ে লিড নেন ভেনেগাস। জোয়েল ক্যাম্পবেলের অ্যাসিস্টে কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগে খেলা ২৬ বছর বয়সী স্ট্রাইকার ভেনেগাস গোলটি করেন।
১-০ তে পিছিয়ে পড়া স্বাগতিক স্পেন সমতায় ফিরতে বেশি সময় নেয় নি। দুই মিনিট পরেই তারা সমতায় ফেরে। খেলার অষ্টম মিনিটে আলকাসের দলের সমতাসূচক গোলটি করেন। চেলসি তারকা ফ্যাব্রেগাসের অ্যাসিস্টে ভ্যালেন্সিয়ার এ উঠতি তারকার গোলে ম্যাচ ১-১ এ গিয়ে দাঁড়ায়।
এরপরই কোস্টারিকানদের আরও চেপে ধরে স্প্যানিশরা। নোলিতো, ভিদাল, বার্নাটের আক্রমণ কোস্টারিকার ডিফেন্স ব্যস্ত রাখে। ম্যাচের ২৫ মিনিটের মাথায় পাল্টা-আক্রমন থেকে গোলের সম্বাবনা জেগেছিল অতিথিদের শিবিরে। তবে, স্পেনের গোলরক্ষক ডি গিয়ার দারুণ ফর্ম কোস্টারিকাকে কোনো সুযোগ নিতে দেয় নি।
প্রথমার্ধের ৩৩ মিনিটে লিড নেয় স্পেন। নোলিতোর দারুণ এক ভলিতে বল পান চেলসির তারকা ফ্যাব্রেগাস। স্বাগতিকদের এগিয়ে নিতে ভুল করেন নি বার্সেলোনায় জন্ম নেওয়া ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী ফ্যাব্রেগাস।
প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আক্রমনের ধার বাড়ালেও অতিথিদের ডিফেন্সিভ স্টাইলের বিপক্ষে আর কোনো গোল আদায় করে নিতে পারে নি স্পেন। ফলে, ২-১ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দেল বক্স শিষ্যদের।
স্পেনের হয়ে এ ম্যাচে মাঠে নেমেছিলেন ডি গিয়া, কারভাজাল, বারত্রা, সার্জিও রামোস, ফ্যাব্রেগাস, কোকে, ভিদাল, আলকাসের, নোলিতো, জেরার্ড পিকে, ডেভিড সিলভা, কাজোরলা, বাসকুয়েটস আর ইসকোদের মতো তারকারা।
নিজেদের পরের ম্যাচে স্পেন লড়বে বেলারুশের বিপক্ষে আর কোস্টারিকানদের লড়তে হবে মেক্সিকোর বিপক্ষে।
বাংলাদেশ সময়: ০৬৪০ ঘণ্টা, ১২ জুন ২০১৫
এমআর