ঢাকা: স্বাগতিক দেশ চিলি আর ইকুয়েডরের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হলো বিশ্বকাপের পর সবথেকে জমজমাট আসর কোপা আমেরিকার। ৪৪তম আসরের উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারালো আয়োজক দেশ চিলি।
বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় মাঠে নামে চিলি-ইকুয়েডর। শুরুর একাদশে ৩-৪-২-১ ফরমেশনে খেলা আয়োজক দেশ চিলির হয়ে মাঠে নামেন ক্লদিয়ো ব্রাভো, মেডেল, জারা, মেনা, ইসলা, আরানগুইজ, ডিয়াজ, বেউসেজোর, ভিদাল, ভালদিভিয়া আর অ্যালেক্সিজ সানচেজ। ইকুয়েডর তারকাদের মধ্যে ছিলেন ডোমিনগুয়েজ, এরাজো, মার্টিনেজের মতো ফুটবলাররা।
শুরু থেকে আক্রমণ, পাল্টা-আক্রমণে খেলতে থাকা চিলির সুযোগ আসে ১৩ মিনিটের মাথায়। প্রায় মধ্যমাঠ থেকে ভালদিভিয়া বল বাড়িয়ে দেন সানচেজকে। তবে, আর্সেনাল এ তারকা স্ট্রাইকারের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় ইকুয়েডরের শক্ত ডিফেন্সের কাছে। দুই মিনিট পর কাউন্টার অ্যাটাকে খেলে সুযোগ নেওয়ার চেষ্টা করে ইকুয়েডর। তবে, তার আগেই দলকে লিড পাইয়ে দিতে চেষ্টা করেন চিলির অন্যতম তারকা ফুটবলার সানচেজ।
লা রোজাদের লিড নিতে সানচেজ ৩০ গজ দূর থেকে আচমকা শট করেন ইকুয়েডরের গোলবার লক্ষ্য করে। তবে, প্রস্তুত ছিলেন ডোমিনগুয়েজ। এরাজোর প্রচেষ্টায় আর ডোমিনগুয়েজের বুদ্ধিমত্তায় এ যাত্রায় সানচেজকে হতাশ হতে হয়।
৩৯ মিনিটের মাথায় সানচেজ আর ইসলার ওয়ান-টু-ওয়ান পাস থেকে গোলের সম্ভাবনা জাগিয়ে তোলেন ইসলা। তবে, ইসলার বাম পায়ের জোরালো শটটি গোলবারের উপর দিয়ে চলে গেলে কোনো গোল না নিয়েই বিরতিতে যায় দু’দল।
প্রথমার্ধে ইসলা, ভিদাল, সানচেজদের দারুণ কম্বিনেশন দেখা গেলেও ইকুয়েডরের ডিফেন্স চিড়ে গোল আদায় করতে পারেন নি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আবারো জোরালো আক্রমণ চালায় স্বাগতিকরা।
অবশেষে ম্যাচের ৬৭তম মিনিটে গোলের দেখা পায় আয়োজক দেশটি। দলের হয়ে লিড নেওয়া গোলটি করেন ভিদাল। পেনাল্টি থেকে পাওয়া এ গোলের সুবাদে ১-০ তে এগিয়ে যায় চিলি।
৮২ মিনিটের মাথায় চিলির ডি-বক্সের বাইরে অল্প বাইরে থেকে ফ্রি-কিক পায় ইকুয়েডর। স্বাগতিকদের ডিফেন্স থেকে ফ্রি-কিকের শটটি প্রতিহত হলেও ফিরতি বল থেকে ভ্যালেন্সিয়া হেড করেন। বার্সার গোলরক্ষক চিলিয়ান ব্রাভো এক্ষেত্রে ভাগ্যবান যে, ইকুয়েডরের তারকার হেডটি গোলবারের উপর দিয়ে চলে যায়।
৮৪ মিনিটে ব্যবধান দ্বিগুন করে চিলি। আর্সেনাল তারকা সানচেজের অ্যাসিস্টে দারুণ একটি গোল করেন ইদু ভারগাস। ফলে, ২-০ তে এগিয়ে যায় চিলি। ৬৮ মিনিটে ভালদিভিয়ার বদলি হিসেবে মাঠে নামা মাতি ফার্নান্দেজকে খেলা শেষের এক মিনিট আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়।
ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করল স্বাগতিক দেশটি।
বাংলাদেশ সময়: ০৭৪৩ ঘণ্টা, ১২ জুন ২০১৫
এমআর