ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

নেইমারকে নয়, ব্রাজিলকেই ভয় পেরুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
নেইমারকে নয়, ব্রাজিলকেই ভয় পেরুর ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রাজিল তারকা নেইমারকে নিয়ে আলাদা করে কিছু ভেবে রাখেনি পেরু, এমনটি জানিয়েছেন দলটির অভিজ্ঞ তারকা স্ট্রাইকার পাওলো গুয়েরেরো। তিনি মনে করেন, ব্রাজিল অধিনায়কের ‘সাম্বা স্টাইল’ রুখে দেওয়ার চেয়ে তাদের কাছে গুরুত্বপূর্ণ ‘সেলেকাওদের সাম্বা স্টাইল’।



শুধুমাত্র নেইমারকে নিয়ে না ভেবে ব্রাজিলের আক্রমণভাগ, মাঝমাঠ আর ডিফেন্সকে সামলে খেলতে পারলেই কোপা আমেরিকার প্রথম ম্যাচে পেরু ভালো ফল পেতে পারে এমনটি মনে করেন গুয়েরেরো।

নেইমার এ মৌসুমে ক্লাব পর্যায়ে অসাধারণ খেলেছেন। বার্সার হয়ে এক মৌসুমে গোল করেছেন ৩৯টি। কাতালানদের হয়ে জিতেছেন ট্রেবল শিরোপা। বিশ্বকাপের পর নয় ম্যাচে দেশের জার্সি গায়ে আটটি গোল করেছেন নেইমার। তবে, আলাদা করে তাকে মূল টার্গেট করে রাখছেন না ২০১১ সালের কোপা আমেরিকার সর্বোচ্চ গোলদাতা পেরুর গুয়েরেরো।

ব্রাজিল অধিনায়ক প্রসঙ্গে গুয়েরেরো বলেন, আমরা নেইমারকে নিয়ে ভাবছি না। তাকে নিয়ে আলাদাভাবে কোনো কাজও করিনি। আমরা পুরো ব্রাজিল দলকে নিয়ে ভেবে রেখেছি। কারণ আমরা বেশ ভালো করেই জানি নেইমারকে আটকে রাখতে পারলেও প্রতিপক্ষের বাকিদের জন্য আমাদের ভুগতে হতে পারে।

কোপা আমেরিকার ২০০৭ আসরে পেরুর হয়ে অংশ নিয়ে গুয়েরেরো পেয়েছিলেন ‘পেরুভিয়ান বর্ষসেরা ফুটবলার’ এর খেতাব। দেশের জার্সি গায়ে ৫৩ ম্যাচ খেলা এ তারকা আরও যোগ করেন, আমরা ব্রাজিলের সব ফুটবলারের দিকে নজর রেখেছি। যদিও ব্রাজিল এবারের আসরে ভেফারিট হিসেবে মাঠে নামছে, তারপরও আমি মনে করি মাঠে আমাদেরও সুযোগ থাকবে।

নিজেদের দল নিয়ে তিনি বলেন, আমাদের এবারের দলটি বেশ শক্তিশালী। ব্রাজিলের বিপক্ষে প্রথম ম্যাচে ভালো ফল আনতে পারলে গ্রুপের অন্য দুই দল কলম্বিয়া আর ভেনেজুয়েলার বিপক্ষেও আমরা লড়াই চালিয়ে যেতে পারব। দলের খেলোয়াড়রা জয়ের জন্য ক্ষুধার্ত।

ব্রাজিলের বিপক্ষে পেরু ১৫ জুন (১৪ জুন দিবাগত রাত) রাত সাড়ে তিনটায় মাঠে নামবে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ১৩ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।