ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

কোপা আমেরিকা

আর্জেন্টিনা-প্যারাগুয়ে লড়াই শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৯ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
আর্জেন্টিনা-প্যারাগুয়ে লড়াই শুরু

ঢাকা: কোপা আমেরিকার ৪৪তম আসরে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ফেভারিট আর্জেন্টিনা ও প্যারাগুয়ে।

বাংলাদেশ সময় শনিবার (১৩ জুন) দিনগত রাত সাড়ে তিনটায় স্তেদিও লা পোর্তাদে দি লা সেরেনায় মুখোমুখি হয়েছে দু’দল।



টুর্নামেন্ট শুরুর আগে দলটির সর্বশেষ প্রস্তুতি ম্যাচে বলিভিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করে লিওনেল মেসি বিহীন আর্জেন্টিনা। সে ম্যাচের সার্জিও আগুয়েরো জাতীয় দলের হয়ে প্রথম হ্যাটট্রিক করে। আর জোড়া গোল আসে অ্যাঙ্গেল ডি মারিয়ার পাঁ থেকে।

সেই সঙ্গে ফর্মে রয়েছেন দলের অন্য ফুটবলারাও। দলের নিয়মিত অধিনায়ক মেসি প্রস্তুতি ম্যাচ না খেলতে পারলেও স্প্যানিশ জায়ান্ট বার্সার হয়ে জিতেছেন এ মৌসুমের ট্রেবল।

এ ম্যাচের আগে দারুণ আত্মবিশ্বাসী আর্জেন্টাইন ডিফেন্ডার মার্টিন ডেমিচেলিস জানিয়েছেন, প্রতিটি ম্যাচ জিতে আর্জেন্টিনা এগিয়ে যেতে চায়।

ম্যানচেস্টার সিটির এ তারকা বলেন, ‘জাতীয় দলের হয়ে প্রতিটি ম্যাচ জয়ই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর কোপার শিরোপা আমাদের কাছে অনেক কিছু। এই দলের চারজন ফুটবলার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছে। আমরা এ আসরের অন্যতম ফেভারিট দল। সুতরাং বিশ্বকাপের দু:খ ভুলে আমরা এ ট্রফি জিততে চাই। ’

আর্জেন্টিনা নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই জিতে দারুণ উজ্জিবিত। তবে খাদের কিনারায় থেকে এ আসর শুরু করতে হচ্ছে প্যারাগুয়েকে। কারণ নিজেদের শেষ পাঁচ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে দলটি। বাকি দুটি ম্যাচে ড্রয়ের পাশাপাশি হেরেছে সমান ম্যাচে।

দু’দলের সর্বশেষ পাঁচবারের মুখোমুখি সাক্ষাতেও আর্জেন্টিনার পাল্লা ভারি। তিন ম্যাচ জয়ের পাশাপাশি মেসিরা ড্র করেছে একটি ম্যাচে আর হেরেছেও একটি ম্যাচে। ২০১৩ সালের শেষ দেখায় আজেন্টিনা জিতেছিল ৫-২ ব্যবধানে।

বাংলাদেশ সময়: ০৩৩৮ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।