ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

মাথা উঁচু করেই দেশে ফিরব: ব্রাজিল অধিনায়ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
মাথা উঁচু করেই দেশে ফিরব: ব্রাজিল অধিনায়ক ছবি: সংগৃহীত

ঢাকা: এভারটন রিবেইরো আর দগলাস কস্তার পেনাল্টি শট মিসের মাশুল দিয়ে চলতি কোপা আমেরিকার আসর থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। নিয়মিত অধিনায়ক নেইমার না থাকায় কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে এ ম্যাচে ব্রাজিলকে নেতৃত্ব দেন মিরান্ডা।

সেলেকাওদের এ দলপতি টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় দল ছিটকে পড়াকে দেখছেন ‘দুর্ভাগ্য’ হিসেবে।

নির্ধারিত সময়ের প্রথমার্ধে রবিনহোর গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কার্লোস দুঙ্গার শিষ্যরা। তবে, বিরতির পর প্যারাগুয়ের জয়ের নায়ক দারলিস গঞ্জালেজের গোলে সমতায় ফেরে রামোন ডিয়াজের শিষ্যরা। টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধান নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে প্যারাগুয়ে। এর মধ্য দিয়ে আসর থেকে ছিটকে পড়ে ব্রাজিল।

গত আসরেও প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টি শুটআউটে ছিটকে পড়েছিল সেলেকাওরা। তাই প্রতিশোধের ম্যাচে নেমেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে, কোপা আমেরিকায় নিজেদের নবম শিরোপা জিততে আসা দুঙ্গার শিষ্যরা আবারো ইতিহাসের পুনরাবৃত্তি করে ছিটকে পড়ায় সমালোচনার মুখে পড়েছেন। দলের এমন ব্যর্থতার পর মিরান্ডা পাশে দাঁড়িয়েছেন সতীর্থদের।

নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিলকে নেতৃত্ব দেওয়া মিরান্ডা বলেন, এ ম্যাচ নিয়ে কিছু বলা সত্যিই কষ্টকর। এ মুহূর্তে আমরা সবাই বিষণ্ণতায় ভুগছি। ম্যাচ জয়ে আমাদের সুযোগটিই বেশি ছিল। নিজেদের সেরাটা ধরে রেখে ম্যাচ শেষ করতে চেয়েছিলাম। কিন্তু পেনাল্টি শুটআউটে গিয়ে আমাদের দুর্ভাগ্যজনক ভাবে ছিটকে পড়তে হল।

টাইব্রেকার প্রসঙ্গে সেলেকাওদের দলপতি বলেন, পেনাল্টি শুটআউটে আপনি সবকিছু ঠিকঠাক মতো গুছিয়ে নিতে পারবেন। কিন্তু কিছু কিছু সময় আছে, যখন আপনি দুর্ভাগ্যজনক ভাবে ব্যর্থ হবেন। আমার সতীর্থরাও সেভাবেই ঠিকঠাক মতো গুছিয়ে পেনাল্টি শুটআউটে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্য যে দু’জন ব্যর্থ হয়েছে।

তিনি আরও যোগ করেন, আমরা একটি জটিল পরিস্থিতির মধ্য দিয়ে কঠিন ম্যাচে নেমেছিলাম। নিজেদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করেও হেরেছি। তারপরও মাথা উঁচু করেই আমরা দেশে ফিরব। বিশ্বকাপ বাছাইয়ের জন্য নিজেদের প্রস্তুত করব। আর সেটাই এখন আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়।

ব্রাজিলকে হারানো প্যারাগুয়ে দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ২৮ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।