ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

কোপার সেরা একাদশে চিলির ৫, আর্জেন্টিনার ৩

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
কোপার সেরা একাদশে চিলির ৫, আর্জেন্টিনার ৩ ছবি: সংগৃহীত

ঢাকা: শেষ হয়েছে ল্যাটিন বিশ্বকাপ খ্যাত ৪৪তম কোপা আমেরিকার জমজমাট আসর। ফাইনালে ফেভারিট আর্জেন্টিনাকে টাইব্রেকে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মত শিরোপা নিজেদের করে নেয় স্বাগতিক চিলি।

আর এ জয়ের ফলে দীর্ঘ ৯৯ বছরের আক্ষেপ ঘুচে চিলিয়ানদের। অন্যদিকে ১৯৯৩ সালের পর বড় কোন আসরের শিরোপা অধরাই রয়ে যায় আলবেসেলিস্তাদের।

এবারের কোপা আসরটিতে প্রথম থেকেই দারুণ ফর্মে ছিলেন চিলির ফুটবলাররা। তাই টুর্নামেন্ট শেষে কোপা আমেরিকার সেরা একাদশে আধিপত্য দেখা গেছে চিলি ফুটবলারদের।

কোপার অফিসিয়াল ওয়েবে প্রকাশিত সেরা এগারোজনের তালিকায় (বেস্ট ইলেভেন) চিলির পাঁচজন ফুটবলার জায়গা পেয়েছেন। তিনজন রয়েছেন ফাইনালিস্ট দল আর্জেন্টিনার। পেরুর দু’জন ও কলম্বিয়ার একজন ফুটবলার এ দলে থাকলেও জায়গা হয়নি কোন ব্রাজিলিয়ান ফুটবলারের।

সেরা একাদশে কোচ করা হয়েছে চিলির আর্জেন্টাইন কোচ জর্জ সাম্পাওলিকে।

কোপার সেরা একাদশ:
স্ট্রাইকার: এডুয়ার্ডো ভারগাস (চিলি), পাওলো গুয়েরেরো (পেরু) ও লিওনেল মেসি (আর্জেন্টিনা)।

মিডফিল্ডার: আরতুরো ভিদাল (চিলি), হাভিয়ের মাশ্চেরানো (আর্জেন্টিনা), মার্সেলো ডিয়াজ (চিলি), ও ক্রিস্টিয়ান কিউবা (পেরু)।

ডিফেন্ডার: জেসন মুরিল্লো (কলম্বিয়া), নিকোলাস অতামেন্ডি (আর্জেন্টিনা) ও গ্যারে মেডেল (চিলি)।

গোলরক্ষক: ক্লদিয়ো ব্রাভো (চিলি)।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।