ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়ল জামাল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়ল জামাল ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: একটি ঝলমলে দিনের শুরুটাই বলে দিচ্ছিলো টানা বৃষ্টির শঙ্কা কাটিয়ে মাঠে গড়াবে মান্যবর প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের খেলা। রোববার (২৮ জুন) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচের শুরু থেকেই চালকের আসনে ছিল লিগের বর্তমান চ্যাম্পিয়ন শেষ জামাল ধানমন্ডি ক্লাব।

ম্যাচে তারা ফরাশগঞ্জকে ৯-১ গোলে উড়িয়ে দেয়।

এটি লিগের এ পর্যন্ত সবচেয়ে বড় জয়ের রেকর্ড। এর আগে গত মৌসুমে জামাল ৮-০ গোলে জিতেছিল উত্তর বারিধারার বিপক্ষে। ঐ জয় ছিল লিগের সবচেয়ে বড় জয়। তবে আজকের ম্যাচের এ জয় সেই রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড গড়েছে।

ম্যাচে জামালের হয়ে চার গোল করেন হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসন আনসেলমে। আর হ্যাটট্রিক করেন মামুনুল ইসলাম।

ম্যাচের ৭ মিনিটে জামালের অ্যাটাকিং মিডফিল্ডার ল্যান্ডিং ডার্বো গোল করে দলকে এগিয়ে দেন (১-০)। এরপর জামালের মিডফিল্ডার সোহেল রানার দুটি প্রচেষ্টা আলোর মুখ দেখেনি। এ সময় গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন সোহেল।   

তবে ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করে জামালের ফরোয়ার্ড ওয়েডসন আনসেলমে (২-০)। আগুয়ান গোলরক্ষককে বোকা বানিয়ে গোল করেন তিনি।

৩৮ মিনিটে ব্যবধান কমায় ফরাশগঞ্জের একিনইয়েলে পিটার (২-১)। এর ৪ মিনিট পরে সোহেল রানার উড়ন্ত ক্রসে শট করেন জামালের ডার্বো, কিন্তু তার শট ফরাশগঞ্জের গোলরক্ষক সুজন চৌধুরী কোনমতে ফিরিয়ে দেন।   

৪৫ মিনিটে ওয়েডসন ম্যাচে ব্যক্তিগত দ্বিতীয় ও দলীয় তৃতীয় গোলটি করেন (৩-১)। সোহেল রানার বলে মাথা ছুঁইয়ে ফরাশগঞ্জের জাল কাঁপিয়ে দেন তিনি। ফলে ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিয়ে যায় জোসেফ আফুসির শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে এতটুকুও গোলক্ষুধা কমেনি জামালের। ৫০ মিনিটে ওয়েডসন ম্যাচে তার হ্যাটট্রিক পূর্ণ করেন (৪-১)। দুই মিনিট পরে ডার্বোয়েকে ডি-বক্সে ফেলে দেয় ফরাশগঞ্জের রক্ষণভাগের খেলোয়াড় ফরহাজুজ্জামান বাবু। তাই রেফারি জসিম উদ্দিন পেনাল্টির নির্দেশ দেয়। আর পেনাল্টি থেকে গোল করেন জামালের অধিনায়ক মামুনুল ইসলাম (৫-১)।

৬৬ মিনিটে মামুনুলের পাস থেকে নিজের চতুর্থ ও দলীয় ষষ্ঠ গোল করেন ওয়েডসন (৬-১)।

৭৩ মিনিটে লিঙ্কনের কর্নার থেকে দর্শনীয় শটে নিজের দ্বিতীয় গোল করেন জামালের মামুনুল ইসলাম (৭-১)। ৮৩ মিনিটে শেখ জামালের বদলি খেলোয়াড় তকলিস আহমেদ লিগে নিজের প্রথম গোলটি করেন (৮-১)। মামুনুলের উড়ন্ত ক্রসে শট করে ফরাশগঞ্জের জাল কাঁপিয়ে দেন তিনি।

আর ৮৯ মিনিটে ডানপ্রান্ত থেকে ওয়েডসনের কাটব্যাক থেকে বলে পেয়ে ডি-বক্সের বাইরে থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মামুনুল ইসলাম (৯-১)।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ২৮ জুন, ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।