ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

পেরুকে হারিয়ে ফাইনালে চিলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
পেরুকে হারিয়ে ফাইনালে চিলি

ঢাকা: কোপা আমেরিকার ৪৪তম আসরে পেরুকে হারিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিক চিলি। জর্জ সাম্পাওলির শিষ্যরা পেরুকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে।

দলের হয়ে জোড়া গোল করেন ভারগাস।

ফাইনালের টিকিট পেতে চিলির হয়ে ৪-৩-১-২ ফরমেশনে মাঠে নেমেছিলেন ক্লদিয়ো ব্রাভো, মেডেল, ভিদাল, ডিয়াজ, আরানগুয়েজ, ভালদিভিয়া, ভারগাস আর অ্যালেক্সিজ সানচেজের মতো তারকারা। পেরুর হয়ে ৪-২-৩-১ ফরমেশনে খেলতে নামেন ফারফান, কিউবা, গুয়েরেরোরা।

ম্যাচের নবম মিনিটে আক্রমণে যায় পেরু। গোলবারের বাম দিক থেকে গুয়েরেরোর বাড়িয়ে দেওয়া বলে হেড করেন ফারফান। স্বাগতিক গোলরক্ষক ব্রাভো ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি। বল গিয়ে লাগে গোলবারে।

২০ মিনিটের মাথায় পেরু দশ জনের দলে পরিণত হয়। সপ্তম মিনিটে একবার হলুদ কার্ড দেখা কার্লোস জামব্রানো বলের দখল নিতে গিয়ে চিলির ফুটবলার আরানগুয়েজকে আঘাত করেন (বুটের আঘাত পান আরানগুয়েজ)। ম্যাচের দায়িত্বে থাকা রেফারি জে. আরগোতে লাল কার্ড দেখিয়ে জামব্রানোকে মাঠের বাইরে পাঠিয়ে দেন।

২৮ মিনিটে দশ জনের পেরুকে চেপে ধরা স্বাগতিকরা গোলের দেখা পেতে পারত। ভালদিভিয়ার জোরালো শটটি গোলবারের পাশ দিয়ে বেরিয়ে যায়। দুই মিনিট পরেই ফারফানের আরেকটি শট রুখে দেন চিলিয়ান গোলরক্ষক ব্রাভো। ৩৪ মিনিটে ভারগাসের ডি-বক্স থেকে নেওয়া শট পেরুর ডিফেন্সে বাধা পায়।

শুরু থেকেই পেরুকে আশা দেখানো ফারফান ম্যাচের ৩৮ মিনিটের মাথায় গুয়েরেরোকে সঙ্গে নিয়ে চিলির বক্সে আক্রমণ চালান। বার্সেলোনার হয়ে গোলবারের নিচে দায়িত্ব পালন করা ট্রেবল জয়ী চিলিয়ান ব্রাভো এবারো দলকে রক্ষা করেন।

ফাইনালের টিকিট কাটতে আর দলকে এগিয়ে নিতে ম্যাচের ৪২ মিনিটে গোল করেন চিলির ভারগাস। স্বাগতিকদের লিড নিতে গোলবারের বামপাশ দিয়ে বল বাড়িয়ে দেন সানচেজ। আরানগুয়েজ বলের লাইন মিস করলেও সেটি গিয়ে পেরুর গোলবারে লেগে ফিরে আসে। ফিরতি বলে আলতো টোকা দিয়ে দলকে লিড পাইয়ে দেন ভারগাস।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর ম্যাচের ৬৪ মিনিটে আরও একটি গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন ভারগাস। তবে, ৬০ মিনিটে সমতায় ফিরেছিল পেরু। মেডেলের আত্মঘাতি গোলে ১-১ এ সমতায় এসেছিল দুইবারের চ্যাম্পিয়নরা।

৬০ মিনিটে গোলবারের ডানদিক থেকে পেরুর ছুটে আসা বলে স্কোর করতে চেয়েছিলেন ক্যারিলো। তবে, চিলিয়ান মেডেল ক্যারিলোর সামনে ছুটে এসে বল ক্লিয়ার করার চেষ্টা করেন। নিজেদের জালেই বল জড়িয়ে দিলে আত্মঘাতি গোলের বিনিময়ে ১-১ গোলে সমতায় ফেরে পেরু।

এর চার মিনিট পর ভারগাসের জোরালো শটে দ্বিতীয়বারের মতো লিড নেয় চিলি। আত্মঘাতি গোল দেওয়া মেডেলের অ্যাসিস্ট থেকে গোলটি করেন ভারগাস। ডি-বক্সের বাইরে থেকে (৩০ গজ দূর থেকে) অসাধারণ এক বাঁকানো শটে পেরুর জালে বল পাঠিয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন ভারগাস।

ম্যাচের বাকী সময়ে আর কোনো গোল না হলে ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সানচেজ-ভিদাল-ভারগাসরা। কোপা আমেরিকার ফাইনালে চিলিকে লড়তে হবে আর্জেন্টিনা-প্যারাগুয়ের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ০৭৪৮ ঘণ্টা, ৩০ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।