ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

হলুদ কার্ডে মেসি-আগুয়েরো-ভালদেজদের সর্বনাশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
হলুদ কার্ডে মেসি-আগুয়েরো-ভালদেজদের সর্বনাশ ছবি: সংগৃহীত

ঢাকা: শেষের পথে কোপা আমেরিকার ৪৪তম আসর। এ আসরের ফাইনাল কিংবা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচগুলো থেকে ছিটকে পড়তে পারেন বেশ কিছু তারকা ফুটবলার।

একটি হলুদ কার্ড দেখলেই আসর শেষের আগেই বিদায় নিতে পারেন তারা।

এ তালিকায় রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো আর ডিফেন্ডার জাভিয়ের মাসচেরানো। চলতি কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে মাত্র একবার রেফারির তরফ থেকে হলুদ কার্ড দেখলেই আসর থেকে এক ম্যাচের নিষেধাজ্ঞা পাবেন তারা।

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক রয়েছে প্যারাগুয়ে। দলের তিন ফুটবলার নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন একবার হলুদ কার্ড পেলেই। প্যারাগুয়ের ২৮ বছর বয়সী ডিফেন্ডার পাবলো আগুইলার, ২৯ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার অসভালদো মার্টিনেজ আর দলের সেরা ডিফেন্ডার ব্রুনো ভালদেজ রয়েছেন এ তালিকায়।

স্বাগতিক চিলি ২-১ গোলে প্রথম সেমিফাইনালে পেরুকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে। এ ম্যাচে নামার আগে নিষেধাজ্ঞার মুখে ছিলেন স্বাগতিকদের প্লেমেকার ভালদিভিয়া। তবে, কোনোরকম ঝামেলা ছাড়াই ফাইনালে খেলতে পারবেন তিনি। পেরুর বিপক্ষে মাঠে নামার আগে ভালদিভিয়ার মতো সতর্ক ছিলেন মাউরিসিও ইসলা। আরেক চিলিয়ান ফুটবলার মাউরিসিও পিনিল্লা একই কারণে ভীত ছিলেন। তবে, সেমিফাইনালের ম্যাচে স্বাগতিক কোচ জর্জ সাম্পাওলি পিনিল্লাকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চাননি বলে পেরুর বিপক্ষে তাকে মাঠে নামান নি।

০১ জুলাই বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে। দু’দলের মধ্যে জয়ী দলটি স্বাগতিক চিলির বিপক্ষে ফাইনাল খেলবে। আর চিলির কাছে প্রথম সেমিফাইনালে হেরে যাওয়া পেরু তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ৩০ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।