ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

বার্সায় আরদার চুক্তি সম্পন্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
বার্সায় আরদার চুক্তি সম্পন্ন ছবি: সংগৃহীত

ঢাকা: অবশেষে আরদা তুরানের সঙ্গে অফিসিয়ালি পাঁচ বছরের চুক্তি সম্পন্ন করেছে বার্সেলোনা। গত সোমবার (০৬ জুলাই) এই তুর্কী মিডফিল্ডারকে অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে দলে ভেড়াতে রাজি হলেও চারদিন পর (শুক্রবার) চুক্তির অর্থ বাবদ ৪১ মিলিয়ন ইউরো দিতে সম্মত হয়েছে কাতালানরা।



কিন্তু, আগের শর্তটা অপরিবর্তিত রয়েছে। জোসেফ মারিয়া বার্তোমেউ নতুন মেয়াদে বার্সার প্রেসিডেন্ট নির্বাচিত না হলে ন্যু ক্যাম্পে আরদার ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে থাকবে। কারণ, ১৮ জুলাইয়ের নির্বাচনের দু’দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট চাইলে আরদাকে তার পুরনো ক্লাবে ফেরত পাঠাতে পারবেন। এক্ষেত্রে বার্সাকে ৪.১ মিলিয়ন ইউরো লোকসান গুনতে হবে।

তবে সাবেক ক্লাবে ফেরার ব্যাপারে মোটেও উদ্বিগ্ন নন আরদা। ‘এখানে চাপের কিছু নেই। আমি কেবল একজন ফুটবল খেলোয়াড়। বার্সার আরো সফলতার জন্যই এখানে এসেছি। ’ শুক্রবার চুক্তি সম্পন্নের পর প্রেস কনফারেন্সে ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার এসব কথাই তুলে ধরেন।

সাবেক অ্যাতলেতিকো তারকা উল্লেখ করেন, ‘অনেকেই বলছেন আমি জাভি হার্নান্দেজের শূন্যস্থান পূরণ করব। এর কোনো মানে হয় না। কেউই জাভির জায়গায় আসতে পারবে না। সে বার্সা ও স্পেনের আইকন। আমি সম্পূর্ণ ভিন্ন ধরণের খেলোয়াড়। জাভি নই। কিন্তু, দলের জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা প্রয়োগ করব। ’

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
আরএম


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।