ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

টেনিস মাঠে স্ত্রী, বান্ধবীসহ শচীন-বিরাট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
টেনিস মাঠে স্ত্রী, বান্ধবীসহ শচীন-বিরাট ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার বর্তমানে ইংল্যান্ডে। আর এ সময় তিনি উপভোগ করছেন টেনিসের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট উইম্বলডন।

পুরুষ একক সেমিফাইনালের ম্যাচগুলো তিনি দেখেছেন। তবে সেখানে গ্রেট এ তারকাকে সঙ্গ দিয়েছেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি।

উইম্বলডন অফিসিয়ালি নিজেদের টুইটারে শচীন ও বিরাট খেলা উপভোগ করছেন এমন একটি ছবি দিয়েছে। টুইটার ক্যাপশনে এ দুই তারকাকে স্বাগতম জানানো হয়। ছবিটিতে অবশ্য শচীনের পাশে দেখা গেছে তার স্ত্রী অঞ্জলিকে। আর বিরাটের পাশে ছিলেন তার বান্ধবী আনুশকা শর্মা।

সেমিফাইনালের ম্যাচগুলোতে আরো ছিলেন ফ্রান্স ও আর্সেনাল তারকা থিয়েরি ওরি ও সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন।

সেন্টার কোর্টের খেলায় প্রথম সেমফাইনালে রিচার্ড গ্যাসকুয়েটকে নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারেকে রজার ফেদেরার হারিয়ে ফাইনালে জায়গা করে নেন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।