ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

বেনিতেজের প্রথম দিন ছিলেন না রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
বেনিতেজের প্রথম দিন ছিলেন না রোনালদো ছবি: সংগৃহীত

ঢাকা: রিয়াল মাদ্রিদের প্রথম দিনের অনুশীলনে শিষ্যদের নিয়ে মাঠে নেমেছেন দলটির নতুন কোচ রাফা বেনিতেজ। ছুটি শেষ না হওয়ায় প্রথম নিদের অনুশীলনে সান্তিয়াগো বার্নাব্যুতে উপস্থিত ছিলেন না দলের মূল অস্ত্র পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।



গত মৌসুমে কোনো শিরোপা জিততে না পারার জ্বালা নিয়ে রিয়াল দলটির কোচ কার্লোস আনচেলত্তিকে বরখাস্ত করে। আনচেলত্তির স্থলাভিষিক্ত হয়ে নতুন মৌসুম শুরু করবেন নাপোলি ছেড়ে আসা বেনিতেজ।

প্রথম দিনের অনুশীলনে রোনালদো না থাকলেও রিয়াল ছেড়ে অন্যত্র পাড়ি দিতে যাওয়া সার্জিও রামোস বেনিতেজের অনুশীলনে যোগ দিয়েছিলেন। অনুশীলন দেখতে মাঠে উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। সেখানে রামোসের সঙ্গে আলিঙ্গন করতে দেখা যায় বর্তমান প্রেসিডেন্টকে।

দলের অধিনায়ক ইকার ক্যাসিয়াসও রিয়াল ছেড়ে নতুন মৌসুমে পাড়ি দিচ্ছেন অন্য ক্লাবে। প্রথম দিন বেনিতেজের অনুশীলনে আসলেও মাঠে নামেন নি তিনি।

ছুটি শেষ না হওয়ায় এখনও ক্লাবে যোগ দেননি ব্রাজিলের উঠতি তারকা কাসিমিরো, ক্রোয়েশিয়ান লুকা মদ্রিচ আর কলম্বিয়ার জেমস রদ্রিগেজরা। প্রথম দিনের অনুশীলনে ছিলেন দুই বছরের চুক্তি নবায়ন করা মার্সেলো, ওয়েলস তারকা গ্যারেথ বেল আর ফরাসি তারকা স্টাইকার করিম বেনজেমা। দুই গ্রুপে ভাগ হয়ে তারা অনুশীলন করেন।

বেনিতেজের অধীনে রিয়াল প্রাক-মৌসুমে প্রথম মাঠে নামবে রোমার বিপক্ষে। ১৮ জুলাই অস্ট্রেলিয়ার মেলবোর্নে ইতালিয়ান জায়ান্টদের বিপক্ষে মাঠে নামবে রিয়াল।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ১১ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।