ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

বার্সার সামনে আটটি শিরোপার হাতছানি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
বার্সার সামনে আটটি শিরোপার হাতছানি ছবি: সংগৃহীত

ঢাকা: গত মৌসুমে ট্রেবল জয়ী স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা নতুন মৌসুম শুরু করার আগে প্রাক-মৌসুমে চলতি মাসেই মাঠে নামবে। নতুন মৌসুমে কাতালানদের সামনে থাকছে আটটি শিরোপা জয়ের হাতছানি।

২১ জুলাই থেকে মাঠের লড়াইয়ে দেখা যাবে লুইস এনরিকের শিষ্যদের।

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ দিয়ে এনরিক শিষ্যরা নতুন মৌসুমে মাঠে নামবে। সেখানে বার্সার প্রতিপক্ষ হিসেবে থাকছে এলএ গ্যালাক্সি, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও ফিওরেন্টিনা। ২১ জুলাই আমেরিকান মেজর লিগ সকারের ক্লাব এলএ গ্যালাক্সির বিপক্ষে তাদের মাঠেই লড়তে হবে কাতালানদের।

সান্তাক্লারাতে ২৫ জুলাই বার্সার প্রতিপক্ষ হিসেবে থাকছে ইংলিশ জায়ান্ট দল ম্যানচেস্টার ইউনাইটেড। তিনদিন পরেই কাতালানদের মাঠে নামতে হবে ইংলিশ চ্যাম্পিয়ন চেলসির বিপক্ষে। আর নিজেদের শেষ ম্যাচে ২ আগস্ট সিরি আ’র দল ফিওরেন্টিনার বিপক্ষে খেলবে বার্সা।

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের পর ট্রেবল জয়ীদের আগস্টেই খেলতে হবে একটি ফাইনাল ম্যাচ। জোয়ান গ্যামপার ট্রফিতে সে ফাইনালে ক্যাম্প ন্যুতে বার্সার প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে ইতালিয়ান জায়ান্ট দল রোমা।

কাতালান দলটির সামনে রয়েছে আরও ছয়টি শিরোপার লড়াই। লা লিগা, কোপা দেল রে, সুপারকোপা ডি এসপানা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নেবে চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

লা লিগার প্রথম ম্যাচে ২২ আগস্ট মাঠে নামতে হবে মেসি-নেইমার-সুয়ারেজদের। এরপর কোপা দেল রে’র ৩২ রাউন্ডের ম্যাচে লড়তে হবে কাতালানদের। সুপারকোপা ডি এসপানার ফাইনালে লড়তে ১৪ আগস্ট থেকে ১৭ আগস্ট মাঠে থাকতে হবে এনরিক শিষ্যদের। ১৪ আগস্ট অ্যাতলেতিক বিলবাওয়ের বিপক্ষে প্রথম লেগের পর ১৭ আগস্ট দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে।

সেপ্টেম্বরের ১৫ তারিখ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের ম্যাচে মাঠে নামবে কাতালানরা। তবে, এর আগে ১১ আগস্ট উয়েফা সুপার কাপের ফাইনালে সেভিয়ার বিপক্ষে লড়বে ট্রেবল জয়ী বার্সা।

ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ১৬ ডিসেম্বর মাঠে নামবে স্প্যানিশ জায়ান্টরা। ২০ ডিসেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপের।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ১১ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।