ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

শেখ রাসেলের রাজকীয় জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
শেখ রাসেলের রাজকীয় জয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সকালের সূর্য দেখে দিনের হিসেব করাটা যে ভুল তা আবারো প্রমাণ করে দিল 'বেঙ্গল ব্লুজ' খ্যাত শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড। চলতি মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে শনিবার (১১ জুলাই) ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মুক্তিযোদ্ধা সংসদ।



এরপর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের পুরোটা সময় শেখ রাসেলের তাণ্ডবে ৫-১ গোলে পরাজিত হয়ে মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা সংসদ। ম্যাচে শেখ রাসেলের হয়ে জোড়া গোল করেন ফরোয়ার্ড পল এমিল।

ম্যাচ শুরুর ১০ মিনিটের মাথায় বক্সের মধ্যে গিনির মিডফিল্ডার এসেবা ট্যুরের কাটব্যাক রিসিভ করে ডান পায়ের জোড়ালো শটে রাসেলের জাল কাঁপিয়ে দেয় মুক্তির অধিনায়ক এনামুল হক (১-০)।

তবে ১৩ মিনিটে নিজেদের প্রথম সুযোগটি নষ্ট করে বেঙ্গল ব্লুজরা। এ সময় নিজেদের বক্সে জাহিদ হোসেনকে ফাউল করেন গোলরক্ষক তিতুমির চৌধুরী টিটু। ফলে রেফারি জসিমউদ্দিন গোলরক্ষককে হলুদ কার্ড দেখান এবং পেনাল্টির নির্দেশ দেন। কিন্তু জাহিদ হাসান এমিলির পেনাল্টি শট খুঁজে পায়নি জালের ঠিকানা।

১৮ মিনিটে আবারো একই ভাবে জাহিদকে ফাউল করেন মুক্তির গোলরক্ষক টিটু। আবারো পেনাল্টির নির্দেশ দেয় রেফারি। এবার কোন ভুল না করে পেনাল্টি থেকে গোল করেন ক্যামেরুনের মিডফিল্ডার জেন ইকাঙ্গা (১-১)। একই সময়ে ডিফেন্ডার মোফাজ্জল হোসেন সৈকত রেফারির সঙ্গে বাজে আচরণ করায় তাকে হলুদ কার্ড দেখান জসিমউদ্দিন।

২২ মিনিটে মুক্তি ডিফেন্ডার আনিসুল আলম সুইটের ভুলে বল পেয়ে মুক্তির বক্সে ঢুকে জোড়ালো শটে লক্ষ্যভেদ করেন রাসেলের ক্যামেরুনের ফরোয়ার্ড পল এমিল (২-১)। এরপর ব্যবধানটা আরো বাড়তে পারতো, কিন্তু পরের কয়েক মিনিটে রাসেলের কমপক্ষে তিনটি সুযোগ হাতছাড়া হয়ে যায়। ফলে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রাসেল।

৫৭ মিনিটে দর্শনীয় ভাবে চার ডিফেন্ডারকে কাটিয়ে বল নিয়ে মুক্তির বক্সে ঢুকে গোল করেন মিডফিল্ডার জাহিদ হোসেন (৩-১)। আর ৬১ মিনিটে জাহিদের কাছ থেকে বল পেয়ে মুক্তির জাল কাঁপান পল এমিল (৪-১)।

আর প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুকেন বদলি মিডফিল্ডার রুম্মান হোসেন। ৮৬ মিনিটে জাহিদের ক্রস থেকে বল পেয়ে গোল করেন রুম্মান (৫-১)।

এ জয়ের ফলে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানকে টপকে তৃতীয় স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এলো বেঙ্গল ব্লুজরা। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ২৯ পয়েন্ট। আর ১৪ ম্যাচে মুক্তিযোদ্ধার সংগ্রহ ২১ পয়েন্ট, তাদের অবস্থান ৬।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ১১ জুলাই ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।