ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

শিরোপা জয়ের বিষয়ে আশাবাদী মারুফুল হক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
শিরোপা জয়ের বিষয়ে আশাবাদী মারুফুল হক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলমান মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগে শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচ হিসেবে দ্বায়িত্ব নিয়েছেন দেশসেরা অন্যতম কোচ মারুফুল হক। আর পুরানো ক্লাবে ফিরেই বাজিমাত।

গত তিন ম্যাচে এখন পর্যন্ত একটিতেও পরাজিত হয়নি 'বেঙ্গল ব্লুজ' খ্যাত শেখ রাসেল।

প্রথম লেগে দলটির সর্বোচ্চ জয় ছিল ২-০ গোলের। দ্বিতীয় পর্বে সেই ব্যবধানটা বেড়ে গেছে অনেকটাই। দ্বিতীয় লেগের প্রথম ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে ৩-১ গোলে জয়। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ক্লাব ফুটবলের জায়ান্ট মোহামেডানের বিপক্ষে ২-১ গোলের জয়। আর সর্বশেষ শনিবার (১১ জুলাই) বিকেলে দলটি ৫-১ গোলে উড়িয়ে দেয় শক্তিশালী মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। এটি লিগে রাসেলের সবচেয়ে বড় জয়।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ মারুফুল হক জানালেন, 'শুরুতেই এক গোলে পিছিয়ে পড়লেও আমার বিশ্বাস ছিল খেলোয়াড়দের উপর। কারণ আমাদের সমস্যাগুলোর বিষয়ে আমার সজাগ ছিলাম। তারা নিজেদের প্রমান করে দেখিয়েছে। জাহিদ ভালো খেলেছে, তবে তার আরও ভালো খেলার যোগ্যতা আছে। '

এ অবস্থান থেকে শিরোপা জয় সম্ভব কিনা? এ প্রশ্নের জবাবে কোচ জানালেন, 'শিরোপা জয়ের বিষয়ে আমরা আশাবাদী। '

এ ম্যাচে দুর্দান্ত ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করা শেখ রাসেলের খেলোয়াড় জাহিদ হোসেনও উজ্জীবিত। তিনি জানালেন, 'কোচ আমাকে ঠিক যেভাবে নির্দেশনা দিয়েছেন, সেভাবে খেলেই আমি সাফল্য পাচ্ছি। সব আল্লাহর ইচ্ছা। বড় কোন ইনজুরি সমস্যা না থাকায় খেলাটা চালিয়ে যেতে চাই। '

পয়েন্ট টেবিলে শেখ রাসেলের বর্তমান অবস্থান দ্বিতীয়। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ২৯। মাত্র চার পয়েন্ট নিয়ে শেখ রাসেলের থেকে এক ম্যাচ বেশি খেলে শীর্ষে শেখ জামাল। ১৬ জুলাই শেখ রাসেলের প্রতিপক্ষ ঢাকা আবাহনী। এ ম্যাচে জয় পেলে শিরোপার দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে বেঙ্গল ব্লুজরা।

এখন দেখার বিষয়, মারুফুল হকের নেতৃত্বে ২০১২-১৩ মৌসুমের মতো আরেকটি ট্রেবল জয়ের ঘটনার পুনরাবৃত্তি হয় কিনা শেখ রাসেলের।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ১১ জুলাই ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।