ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

জুভিদের টানা দ্বিতীয় হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
জুভিদের টানা দ্বিতীয় হার ছবি: সংগৃহীত

ঢাকা: আন্দ্রে পিরলো, কার্লোস তেভেজ, আর্তুরো ভিদালের প্রস্থানে নিজেদের হারিয়ে খুঁজছে জুভেন্টাস। নতুন মৌসুমে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

গত মৌসুমে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা রোমার বিপক্ষে ২-১ গোলে পরাজিত হয় জুভিরা। অপর ম্যাচে গঞ্জালো হিগুয়েইনের জোড়া গোলেও সাম্পদোরিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে নাপোলি।

অলিম্পিকো স্টেডিয়ামে প্রথমার্ধ শেষে দুদলই গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে মিডফিল্ডার মিরালেম পিজানিকের গোলে লিড নেয় স্বাগতিকরা। ৭৮ মিনিটে ফ্রেঞ্চ ডিফেন্ডার প্যাট্রিক এভরা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় জুভেন্টাস।

পরের মিনিটেই ম্যানসিটি থেকে ধারে খেলতে আসা এডিন জেকোর গোলে ব্যবধান দ্বিগুন করে রোমা। নির্ধারিত সময়ের তিন মিনিট আগে দুই আর্জেন্টাইনের নৈপুণ্যে এক গোল পরিশোধ করে জুভিরা।
রবার্তো পেরেইরার অ্যাসিস্টে বল জালে জড়ান পাওলো দিবালা।

এরপর সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা করেও স্বাগতিকদের ডিফেন্স দেয়াল ভাঙতে পারেনি ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা। রেফারি শেষ বাঁশি বাজানোর পর মাথা নত করে মাঠ ছাড়েন পগবা-কুয়াদরাদো-মোরাতারা।

টানা দুই পরাজয়ে পয়েন্ট টেবিলের ১৭ নম্বরে অবস্থান করছে জুভেন্টাস। সমান সংখ্যক ম্যাচে এক জয় ও এক ড্র’তে চার পয়েন্ট নিয়ে সাত নম্বরে রোমা। শীর্ষ তিনে যথাক্রমে চিয়েভো, তুরিনো, ইন্টার মিলান।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।