ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

ইউএস ওপেনে নেই শারাপোভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
ইউএস ওপেনে নেই শারাপোভা মারিয়া শারাপোভা/ছবি: সংগৃহীত

ঢাকা: পায়ের ইনজুরির কারণে টেনিসের মর্যাদাপূর্ণ আসর ইউএস ওপেন থেকে সরে দাঁড়িয়েছেন মারিয়া শারাপোভা। এ নিয়ে তিনি তিন বছরে দুবার গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন।

রাশিয়ান টেনিস সুন্দরী নিজেই এ ঘোষণা দেন।

র‌্যাকিংয়ের তিন নম্বর তারকা শারাপোভার অনুপস্থিতি ইউএস ওপেনের রঙটাও যে ম্লান করে দেবে তা আর বলার অপেক্ষা রাখে না। সোমবার বাংলাদেশ সময় রাত ৯টায় ইউএস ওপেনের ১৩৫তম আসরের পর্দা উঠবে।

নিজের ফেসবুক পেইজে শারাপোভা উল্লেখ করেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমি এ বছরের ইউএস ওপেনে অংশ নিতে পারছি না। পুরোপুরি ফিটনেস ফিরে পেতে সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু, সময়টা পর্যাপ্ত হয়নি। তবে ভক্তদের আশ্বস্ত করছি, কয়েক সপ্তাহ পরেই এশিয়ান সুইং ওপেন দিয়ে কোর্টে ফিরে ভালোভাবেই বছর শেষ করবো। ’

এদিকে, শারাপোভা নাম প্রত্যাহার করায় তারই স্বদেশী তরুণী ডারিয়া কাসাতকিনা বাছাইপর্বে বাদ পড়েও মূল পর্বে খেলার সুযোগ পাচ্ছে। ইউএস টেনিস অ্যাসোসিয়েশন এ বিষয়টি নিশ্চিত করেছে।

গত জুলাইয়ে সেরেনা উইলিয়ামসের বিপক্ষে উইম্বলডনের সেমিফাইনালে হারের পর থেকে একটি ম্যাচও খেলেননি শারাপোভা। চলতি মাসে কানাডার টরন্টোতে অনুষ্ঠিত সিনসিনাটি ওপেন থেকেও নাম প্রত্যাহার করেন ২৮ বছর বয়সী এ টেনিস তারকা।

ক্যারিয়ারে একবারই ইউএস ওপেন চ্যাম্পিয়ন হন শারাপোভা। ২০০৬ সালের ফাইনালে বেলজিয়ামের জাস্টিন জেনিন হারডেনেকে সরাসরি সেট ৬-৪, ৬-৪ গেমে পরজিত করেন।

গ্র্যান্ড স্লামের চারটি আসরেই শিরোপা স্বাদ নেন রাশিয়ান গ্ল্যামার গার্ল শারাপোভা। এর মধ্যে ফ্রেঞ্চ ওপেনে দুবার (২০১২, ২০১৪) চ্যাম্পিয়ন হন। ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন ও ২০০৪ সালে সেরেনাকে ৬-১, ৬-৪ গেমে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো উইম্বলডনের শিরোপা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।