ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে আটজন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে আটজন ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৩৪তম জাতীয় সাব-জুনিয়র (অনূর্ধ্ব-১৬ বছর) দাবা চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ৮জন খেলোয়াড় পূর্ণ তিন পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

শীর্ষে থাকা খেলোয়াড়রা হলেন, অনতা চৌধুরী, পিরোজপুরের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, বরিশালের কিংশুক দাস, ময়মনসিংহের সুব্রত দাস, সিরাজগঞ্জ্রে নাইম হক, নাটোরের নূর নেওয়াজ অয়ন, সরনাভো চৌধুরী ও নোভা তাশা।



সোমবার (৩১ আগস্ট) দাবা কক্ষে অনুষ্ঠিত খেলায় অনতা জান্নাতুল ফেরদৌসকে, কিংশুক আকিব জাওয়াদকে, সুব্রত ঝর্না বেগমকে, নাইম সাজেদুলকে ও সরনাভো সুমাইয়া তাবাসসুম বুশরাকে পরাজিত করেন। ফাহাদ রাব্বি মৃধার বিরুদ্ধে ও অয়ন মুশফিকা জান্নাত সাওরির বিরুদ্ধে ওয়াক-ওভার পান।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ৩১ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।