ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

সেই ‘সেগওয়ে’তে চড়লেন গতি দানব বোল্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
সেই ‘সেগওয়ে’তে চড়লেন গতি দানব বোল্ট ছবি: সংগৃহীত

ঢাকা: বেইজিংয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে আবারো নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন গতি দানব উসাইন বোল্ট। ব্যক্তিগত ইভেন্ট ১০০ ও ২০০ মিটার দৌড়ে স্বর্ণ জয়ের পর দলীয় ৪০০ মিটার রিলেতেও জ্যামাইকান তারকার দাপট।

তবে ২০০ মিটার স্প্রিন্টে জয়ের পর এক দুর্ঘটনার শিকার হন বোল্ট। যদিও হালকা চোট ছাড়া বড় ধরনের কোন সমস্যা হয়নি তাঁর।

২০০ মিটার দৌড়ে প্রতিদ্বন্দ্বী জাস্টিন গ্যাটলিনকে পেছনে ফেলে স্বর্ণ জেতেন বোল্ট। লেপ শেষ করে তিনি দর্শক গ্যালারিতে উদযাপনের জন্য আসেন। এমন সময় সিসিটিভির ক্যামেরাম্যান তাঁকে ভিডিও করতে সেগওয়েতে (দুই চাকা বিশিষ্ঠ একটি বাহন) চড়ে পেছনে আসছিলেন।

তবে কিছুক্ষন পরেই তাও সং নামের সেই ক্যামেরাম্যান তাঁর সেগওয়ের নিয়ন্ত্রন হারিয়ে বোল্টের পেছনে আঘাত করেন। এক সঙ্গে দু’জনই মাটিতে লুটিয়ে পড়েন। যদিও আঘাতে কেউই বড় ধরনের ইনজুরিতে পড়েন নি।

এদিকে বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর বোল্ট লন্ডনের হিথ্রো বিমান বন্দরে আসেন। যেখানে তাঁকে একটি সেগওয়েতে চড়তে দেখা যায়। সব সময় রসিকতা করা বোল্ট যেই বাহনের কারণে দুর্ঘটনার শিকার হয়েছেন। এবার সেই বাহনেই চড়লেন।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৫
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।