ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

‘ফন গালের জন্যই ম্যানইউ ছেড়েছি’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
‘ফন গালের জন্যই ম্যানইউ ছেড়েছি’ ছবি: সংগৃহীত

ঢাকা: নতুন ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর হয়ে অভিষেকটা ভালোই হলো অ্যাঙ্গেল ডি মারিয়ার। মোনাকোর বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে তার অ্যাসিস্টে গোল করেন ইজিকুয়েল লাভেজ্জি।

তবে গত মৌসুমে খেলা ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি বেশ নাখোশ ডি মারিয়া। বিশেষ করে রেড ডেভিলসদের কোচ লুইস ফন গালের প্রতি অসন্তুষ্ট তিনি।

আর্জেন্টাইন এ তারকা জানান, ফন গালের সঙ্গে দ্বন্দ্বের কারণেই তাকে ম্যানইউ ছাড়তে হয়েছে।

অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলা ডি মারিয়া ২০১৪ সালের আগস্টে ব্রিটিশ রেকর্ড  ৭৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে ওল্ড ট্রাফোডে যোগ দিয়েছিলেন। এর আগে তিনি গ্যালাকটিকোদের লা ডেসিমা (১০ম চ্যাম্পিয়নস লিগ শিরোপা) জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

এদিকে ম্যানইউতে যোগ দেওয়ার পর বেশ খারাপ সময়ই কেটেছে ডি মারিয়ার। তবে চলতি বছরের আগস্টেই ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন পিএসজিতে ৬৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে যোগ দেন ২৭ বছরের এ তারকা।

এক সাক্ষাৎকারে ডি মারিয়া বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার বড় কারণই হচ্ছে ফন গালের দর্শন। তাঁর সঙ্গে কাজ করাটা ছিল বেশ কঠিন। ’

তিনি আরো বলেন, ‘ম্যানইউতে আমার শুরুটা দারুণ হয়েছিল। তবে পরে আমি ইনজুরিতে পড়ি। যখন আমি আবারো ফিরে আসি তখন ফন গাল আমার জায়গা পরিবর্তন করে দেয়। কিন্তু পিএসজি কোচ লরা ব্লার সঙ্গে আমি এ ব্যাপারে কথা বললে তিনি আমাকে কথা দেন রিয়ালে আমি যেখানে খেলেছিলাম সেখানেই খেলাবে। ’

ডি মারিয়া ম্যানইউর হয়ে এক মৌসুমে ৩২টি ম্যাচ খেলে চারটি গোল করেছিলেন।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।