ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

খেলা

সেরেনাকে থামিয়ে দিলেন ভিঞ্চি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
সেরেনাকে থামিয়ে দিলেন ভিঞ্চি

ঢাকা: ডব্লুটিএ র্যাঙ্কিংয়ের ৪৩তম ইতালির অবাছাই রবার্তা ভিঞ্চি আর টেনিসের বিস্ময় বিশ্বের এক নম্বর সেরেনা উইলিয়ামস যখন ইউএস ওপেনের সেমিফাইনাল খেলছেন, তখন আর্থার অ্যাশে স্টেডিয়ামে ২০ হাজার দর্শক চোখ রেখেছিলেন। সঙ্গে ছিল আরও প্রায় মিলিয়ন টেনিস প্রেমীদের চোখ।



আর সবাইকে অবাক করে দিয়ে ২১টি গ্র্যান্ড স্লামের মালিক সেরেনাকে থামিয়ে দিলেন ভিঞ্চি।

ভিঞ্চির কাছে এটাই ছিল প্রথম গ্র্যান্ডস্লামের সেমিফাইনাল।

আর সেরেনাকে থামিয়ে দিতে ২-৬, ৬-৪, ৬-৪ গেমে জয় নিশ্চিত করেছেন ভিঞ্চি। ফাইনালে তার প্রতিপক্ষ স্বদেশি ফ্ল্যাবিও পেনেত্তা। আর সেটিও হতে যাচ্ছে টেনিসের ওপেন যুগের ইতিহাস। কারণ ১৯৬৮ সালের পর থেকে এবারই প্রথম কোনো গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে দুই প্রতিপক্ষই ইতালিয়ান।

এতকিছু অর্জনের মধ্যেও এক বছরে চারটি মেজর টুর্নামেন্টের শিরোপা বা ‘ক্যালেন্ডার গ্র্যান্ডস্ল্যাম’ জেতা হয়নি সেরেনার। সে সম্ভাবনা জাগিয়ে প্রথম সেট নিজের করে নিয়েছিলেন তিনি। কিন্তু পরের দুটি সেটে ভিঞ্চির কাছে হেরে ইউএস ওপেনের সেমি থেকে বিদায় নিয়েছেন যুক্তরাষ্ট্রের এই তারকা।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।