ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

খেলা

বার্সার সামনে অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
বার্সার সামনে অ্যাতলেতিকো ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় দলে খেলার কারণে প্রায় দু’সপ্তাহ বন্ধ ছিলো ইউরোপের ফুটবল যুদ্ধ। আবারো শুরু হচ্ছে ফুটবল প্রেমীদের রাত জাগা।

আজ রাতে মাঠে নামছে গত মৌসুমের ট্রেবল জয়ী স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

স্প্যানিশ লিগে বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ১২টায় (রোববার দিবাগত রাত) মাঠে নামছে কাতালানরা। লিওনেল মেসি-নেইমার-সুয়ারেজদের বার্সার প্রতিপক্ষ আরেক জায়ান্ট অ্যাতলেতিকো মাদ্রিদ।

মৌসুমের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করে বার্সা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারায়। নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে মালাগাকেও ১-০ গোলে হারায় লুইস এনরিকের শিষ্যরা।

প্রথম দুটি ম্যাচ অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে কষ্টার্জিত জয় তুলে নিলেও বার্সার সামনে আজ আসল পরীক্ষা। দলের কোচ এনরিক জানিয়েছেন, তৃতীয় ম্যাচেই স্বরুপে দেখা যাবে বার্সাকে। যদিও একটি কঠিন ম্যাচ আমাদের জন্য অপেক্ষা করছে। প্রথম দুটি ম্যাচের ফল নিয়ে মোটেই বিচলিত নই আমরা। এ ম্যাচে জয় নিয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করতে চাই।

তবে, কিছুটা সমস্যায় রয়েছে কাতালান ক্লাবটি। লাল কার্ডের নিষেধাজ্ঞায় এ ম্যাচে নামতে পারবেন না দলের সেরা ডিফেন্ডার জেরার্ড পিকে। ব্রাজিল তারকা দানি আলভেজ চোটের কারণে ছিটকে পড়েছেন। এছাড়া দেশের হয়ে খেলে মাত্রই ফিরেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার হাভিয়ের মাশচেরানো, ব্রাজিল অধিনায়ক নেইমার।

এদিকে, দ্বিতীয় ছেলের বাবা হয়েছেন বার্সার আর্জেন্টাইন তারকা মেসি। শুক্রবার ক্লাবের অনুশীলনে এ কারণে যোগ দেন নি তিনি। কিন্তু, অ্যাতলেতিকোর বিপক্ষে মাঠে নামবেন ইউরোপ সেরা এ ফুটবলার।

বার্সা পূর্ণ তিন পয়েন্ট ছিনিয়ে নিতে চাইলেও ছেড়ে কথা বলবে না স্বাগতিক হিসেবে খেলতে নামা অ্যাতলেতিকো। জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামবে দিয়েগো সিমিওনের শিষ্যরা।

২০১৩-১৪ মৌসুমের শিরোপা জেতা দলটি এ মৌসুমের প্রথম দুটি ম্যাচে জয় পেয়েছে। প্রতিপক্ষের জালে বার্সা মাত্র দু’বার বল জড়ালেও অ্যাতলেতিকো প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে চারবার। তবে, দুই দলই কোনো গোল হজম করেনি।

শেষ ৫ ম্যাচের ৫টিতেই জয় পেয়েছে দিয়েগো সিমিওনের শিষ্যরা। অপরদিকে, তিনটি ম্যাচে জয়ের বিপরীতে বার্সা একটি ম্যাচে ড্র আর বাকি ম্যাচটিতে হেরেছে। তবে, শেষ ৫ বারের মুখোমুখি দেখায় চারবার জয় পায় কাতালানরা। একবার জিতেছে অ্যাতলেতিকো।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।