ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

খেলা

মার্সেল কাপ উন্মুক্ত শরীরগঠন প্রতিযোগিতা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
মার্সেল কাপ উন্মুক্ত শরীরগঠন প্রতিযোগিতা শুরু

ঢাকা: দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী ব্র্যান্ড মার্সেলের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের ব্যবস্থাপনায় শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে ‘মার্সেল কাপ উন্মুক্ত শরীরগঠন প্রতিযোগিতা-২০১৫’।

সকালে প্রতিযোগীদের ওজন নেওয়ার মধ্য দিয়ে শুরু হয় তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা।



মূল প্রতিযোগিতা শুরু হবে রোববার (১৩ সেপ্টেম্বর)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর ও বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেড অব মার্সেল (সাউথ) মতিউর রহমান ও হেড অব মার্সেল (নর্থ) মোশাররফ হোসেন রাজীব। আরো উপস্থিত থাকবেন বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ অন্য কর্মকর্তারা।

এবারের প্রতিযোগিতা ৬টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার ওজন শ্রেণিগুলো হল- ৬০ কেজি, ৬৫ কেজি, ৭০ কেজি, ৭৫ কেজি, ৮০ কেজি ও ৮০+ কেজি।

প্রতিটি ক্যাটাগরিতে প্রথম থেকে ষষ্ঠ স্থান অর্জনকারীদের পদক, সনদপত্র ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।