ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

রোনালদোই বিশ্বসেরা, বিতর্কের ‍অবকাশ নেই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
রোনালদোই বিশ্বসেরা, বিতর্কের ‍অবকাশ নেই ছবি : সংগৃহীত

ঢাকা: ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে লিওনেল মেসির তুলনা নতুন কিছু নয়। ফুটবল ভক্তরা প্রায়ই এ নিয়ে বিতর্কের ঝড় তোলেন।

তবে পর্তুগিজ তারকাকে এক বাক্যে বিশ্বসেরা বলে দিলেন রাফা বেনিতেজ। এমনকি এ নিয়ে কোনো প্রকার বিতর্কের অবকাশ নেই বলেও নিশ্চিত করেন রিয়াল মাদ্রিদের স্প্যানিশ কোচ।

রোনালদো যেন আকাশে উড়ছেন। তার হ্যাটট্রিকের সুবাদে চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শাখতার দোনেস্ককে ৪-০ গোলে বিধ্বস্ত করে রিয়াল। এছাড়াও লা লিগায় গত শনিবারের (১২ সেপ্টেম্বর) ম্যাচে এসপানিওলের বিপক্ষে তিনি একাই করেন পাঁচ গোল। রোনালদোর এমন সাফল্যে রীতিমত উচ্ছ্বসিত বেনিতেজ।

এক সাক্ষাৎকারে বেনিতেজ বলেন, ‘রোনালদো বিশ্বের সেরা খেলোয়াড়। এ নিয়ে বিতর্ক করার প্রশ্নই ওঠেনা। আমি তাকে সর্বোচ্চ আসনেই রাখছি। মানুষ যখন তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলে, তখন তো রীতিমত অবাক হই। মাঠেই সে সব সমালোচনার জবাব দিচ্ছে। তার মধ্যে সব সময়ই সেরাটা দেওয়ার প্রবণতা থাকে। এটিই তাকে বিশ্বসেরার পর্যায়ে নিয়ে ‍গেছে। ’

বার্নাব্যুতে শনিবার (১৯ সেপ্টেম্বর) লিগ ম্যাচে গ্রানাডার বিপক্ষে মাঠে নামবে রিয়াল। এ ম্যাচে রোনালদোর সামনে হ্যাটট্রিকের হ্যাটট্রিক করার হাতছানি। অন্যদিকে, ৩০ সেপ্টেম্বর (বুধবার) চ্যাম্পিয়নস লিগের পরবর্তী ম্যাচে সুইডিশ ক্লাব মালমোর মুখোমুখি হবে গ্যালাকটিকোরা। বাংলাদেশ সময় অনুযায়ী দু’টি ম্যাচ শুরু হবে রাত ৮টা ও দিবাগত রাত পৌনে ১টায়।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।