ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

বেলের মাঠে ফেরা অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
বেলের মাঠে ফেরা অনিশ্চিত ছবি : সংগৃহীত

ঢাকা: শাখতার দোনেস্কের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পায়ের ইনজুরিতে ভোগেন গ্যারেথ বেল। তবে ওয়েলস তারকা ঠিক কবে নাগাদ মাঠে ফিরছেন তা এখনো নিশ্চিত নয়।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।

গ্রুপ ‘এ’র প্রথম ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকের সুবাদে ইউক্রেনের ক্লাব শাখতারকে ৪-০ গোলে বিধ্বস্ত করে রিয়াল। তবে গ্যালাকটিকোদের জয়ের রাতে দুঃসংবাদ বয়ে আনে বেলের ইনজুরি। বার্নাব্যুতে খেলা শুরুর ৩১ মিনিটে মাঠ ছাড়েন ২৬ বছর বয়সী এ উইঙ্গার।

বেল ছাড়াও ওই ম্যাচে ইনজুরি আক্রান্ত হন গ্যালাকটিকোদের দুই সেরা ডিফেন্ডার সার্জিও রামোস ও রাফায়েল ভারান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘মাদ্রিদের লা মোরালেজায় ইউনিভার্সিটি সানিটাস হাসপাতালে বেলের কিছু পরীক্ষা সম্পন্ন হয়। তার ইনজুরি কাটিয়ে ওঠার বিষয়টি পর্যবেক্ষণে রাখা হচ্ছে। তবে মাঠে ফিরতে কতদিন লাগতে পারে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ’

উল্লেখ্য, দুর্দান্তভাবে মৌসুম শুরু করেন বেল। রিয়াল বেটিসের বিপক্ষে ৫-০ গোলের জয়ে জোড়া গোল করেন ২৬ বছর বয়সী এ উইঙ্গার। এসপানিওলকে ৬-০ গোলে বিধ্বস্ত করার রাতে রোনালদোর পাঁচ গোলের তিনটিই আসে বেলের পাস থেকে। কিন্তু, ইনজুরিতে পড়ে এখন আপাতত মাঠের বাইরে ওয়েলস তারকা।

চলতি মাসে লা লিগায় গ্রানাডা, অ্যাথলেতিক বিলবাও ও মালাগার বিপক্ষে খেলবে রিয়াল। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৯, ২৩ ও ২৬ সেপ্টেম্বর। আর ০৪ অক্টোবর (রোববার) রাত সাড়ে ১২টায় ডার্বি ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে লস ব্লাঙ্কসরা। অন্যদিকে, চ্যাম্পিয়নস লিগের পরবর্তী ম্যাচে ৩০ সেপ্টেম্বর মালমো ও ২১ অক্টোবর পিএসজির বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশ জায়ান্টরা।

লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেলে উপরের সবকটি ম্যাচেই হয়তো দর্শক ভূমিকায় থাকবেন বেল!

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।