ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

নেইমারের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে আদালত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
নেইমারের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে আদালত ছবি: সংগৃহীত

ঢাকা: কর ফাঁকির অভিযোগ তুলে ব্রাজিল অধিনায়ক নেইমারের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে আদালত। দেশটির জাতীয় আদালত বার্সেলোনার সুপারস্টারের ৩১ মিলিয়ন পাউন্ড সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।

তবে, এ ব্যাপারে নেইমার দেশটির সিভিল আদালতে (দেওয়ানি আদালত) বাজেয়াপ্ত করা সম্পদ ফিরে পেতে আবেদন করতে পারবেন।

সাও পাওলোর আদালত নেইমারের সম্পত্তি বাজেয়াপ্ত করে। একটি সূত্র থেকে জানা যায়, ২০১১ থেকে ২০১৩ এই দু’ বছরে প্রায় ১০ মিলিয়ন পাউন্ড কর ফাঁকি দিয়েছেন নেইমার। কর পরিশোধের জন্য আদালত তাকে অনেকবার নির্দেশনা দিলেও তিনি তা আমলে নেননি। যতদিন কর ফাঁকির এ মামলার নিষ্পত্তি না হবে, ততোদিন নেইমার এই সম্পত্তি ব্যবহার করতে পারবেন না, বিক্রিও করতে পারবেন না।

২৩ বছর বয়সী নেইমারের বিরুদ্ধে বিচারক কার্লোস মোতা কর ফাঁকির বিষয়ে মামলা করেন। তিনি জানান, নেইমারের বিদেশ থেকে অপ্রদর্শিত আয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তার বিরুদ্ধে যে পরিমাণ কর ফাঁকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে আদালতের নিয়ম অনুযায়ী তার চেয়ে তিনগুণ বেশি মূল্যের সম্পত্তি আদালত বাজেয়াপ্ত করেছে।

এর আগেও নেইমারের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ উঠে। সান্তোস থেকে বার্সায় যোগ দেওয়ার সময় তিনি কর ফাঁকি দেন বলে মামলা করা হয়েছিল। সেই ঝামেলা শেষ না হতেই কর ফাঁকির অভিযোগে আদালত তার সম্পত্তি বাজেয়াপ্ত করল।

কর ফাঁকির অভিযোগে নেইমার এবং তার বাবাকে মূল আসামী করে মামলাটি হয়। তবে, নেইমারের বাবা দাবি করেছেন, তার ছেলেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানি করানো হচ্ছে। তিনি আরও দাবি করেন, প্রতিবছর নেইমার সঠিক পদ্ধতিতে কর দিয়ে আসছে। সে কোনো অন্যায় করেনি।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।