ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

শিরোপা জয়ে আশাবাদী ওয়েঙ্গার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
শিরোপা জয়ে আশাবাদী ওয়েঙ্গার ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৫-১৬ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে শুরুটা খারাপ হয়নি আর্সেনালের। এখন পর্যন্ত সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বর অবস্থানে রয়েছে দলটি।

তাই চলতী মৌসুমের শিরোপা জয়ে আশাবাদী দলের কোচ আর্সেন ওয়েঙ্গার।

রোববার (৪ অক্টোবর) রাতে উত্তর লন্ডনের দল আর্সেনাল লড়তে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। যেখানে রেড ডেভিলস খ্যাত ম্যানইউ সাত ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে।

এ প্রসঙ্গে ওয়েঙ্গার বলেন, ‘আমরা ম্যানইউ থেকে তিন পয়েন্টে পিছিয়ে ‍আছি। আর ঘরের মাঠে আমরা তাদের বিপক্ষে খেলবো। সুতরাং আমাদের এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। ’

ফ্রেঞ্চ এই কোচ আরো বলেন, ‘প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে আমরা লিচেস্টারের বিপক্ষে ৫-২ ব্যবধানে জয় পেয়েছি। তাই আগামী ম্যাচেও আমরা ভালো ফলাফল আশা করছি। ’

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ০৩ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।