ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

রাজবাড়ীতে কাবাডি টুর্নামেন্ট শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
রাজবাড়ীতে কাবাডি টুর্নামেন্ট শুরু

রাজবাড়ী: রাজবাড়ীতে পুলিশ সুপার কাপ যুব কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় শহরের মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী।



অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সৈয়দা নওশিন পর্ণিনী, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ খালেক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি প্রমুখ।

পরে রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় রাজবাড়ী সদর উপজেলা বালিয়াকান্দি উপজেলাকে ২০ পয়েন্টে পরাজিত করে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।