ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

সেলফিতে বিমর্ষ রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
সেলফিতে বিমর্ষ রোনালদিনহো ছবি: সংগৃহীত

ঢাকা: খেলার মাঠে কিংবা বাইরে সদা হাস্যোজ্জ্বল থাকেন রোনালদিনহো। গোটা বিশ্বেই তার জনপ্রিয়তার শেষ নেই।

ব্রাজিলিয়ান তারকার রয়েছে অগণিত ভক্ত সমর্থক। ব্যক্তিগত জীবনে তিনি বেশ আমোদপ্রিয়। তবে সাবেক দু’বারের বর্ষসেরা খেলোয়াড় ভিন্ন রকম এক অভিজ্ঞতার স্বাদ নিয়েছেন।

এক ভক্তের অনুরোধে সেলফি তুললেও মুখে হাসি নেই রোনালদিনহোর। অনেকটাই বিমর্ষ দৃষ্টিতে পোজ দেন ৩৫ বছর বয়সী মিডফিল্ডার। তবে কারণটা আর কিছুই নয়, গত শুক্রবার (০২ অক্টোবর) নিয়ন্ত্রণ হারিয়ে ব্যক্তিগত গাড়িটি দুর্ঘটনার শিকার হওয়াতেই অনেকটা নিরাশ ভঙ্গিতে তিনি ভক্তের আবদার মেটান।

অবশ্য, দুর্ঘটনার পর রোনালদিনহো অক্ষত ছিলেন। তার গাড়িটিরও তেমন কোনো ক্ষতি হয়নি। বিপরীত দিক থেকে আসা কোনো গাড়ির সংস্পর্শও লাগেনি। শুধুমাত্র নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরের খাদে কাত হয়ে যায়। এতেই ভীষণ নিরাশ হয়ে পড়েন সাবেক বার্সা তারকা।

ওই সময়ে উপস্থিত এক ভক্ত সেলফি তোলার অনুরোধ জানালে, তাতে সম্মতি দিলেও ক্যামেরায় বিষন্ন অবস্থায় ধরা দেন রোনালদিনহো। তবে জ্যাক ল্যাং নামক ভক্তটি এতেই বেশ খুশি। এক টুইটে তিনি ছবিটির ক্যাপশনে লেখেন, ‘রোনালদিনহোর ভক্ত হিসেবে তার বিমর্ষ দৃষ্টির সেলফি তুলতে পারাটা ছিল চমৎকার অভিজ্ঞতা। ’

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।