ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

সূচি চুড়ান্ত হল শেখ কামাল ক্লাব কাপের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
সূচি চুড়ান্ত হল শেখ কামাল ক্লাব কাপের

ঢাকা: সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্ট ২০১৫’র সূচি চুড়ান্ত করলেন আয়োজকেরা।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এক সংবাদ সম্মেলনে এর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।



সূচি অনুযায়ী দেশী-বিদেশী মোট আটটি ক্লাবের অংশগ্রহনে ২০ থেকে ৩০ অক্টোবর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে অংশ নেয়া দল গুলো হল: বাংলাদেশের- ঢাকা আবাহনী, মোহামডোন ও স্বাগতিক চট্টগ্রাম আবাহনী, ভারতের-ইস্ট বেঙ্গল ও মোহামেডান, পাকিস্তানের করাচি ইলেক্ট্রিক ক্লাব, শ্রীলঙ্কার-সলিড এফসি ও আফগানিস্তানের- স্পিনগার বাজান ক্লাব।

টুর্নামেন্টে বিজয়ী দলকে ২৫ ও রানার্সআপ দলকে ১০ হাজার মার্কিন ডলার পুরষ্কার দেয়া হবে এবং অংশগ্রহন বাবদ প্রতিটি দল পাবে ৫ হাজার ডলার।

চট্টগ্রাম আবাহনীর ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহায়তায় বাংলাদেশে প্রথমবারের মত মাঠে গড়াবে এই শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৫।

বাংলাদেশ সময় ১৮৫২ঘন্টা, ৭ অক্টোবর, ২০১৫
এইচএল/এমএমএস 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।