ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

বশেমুরবিপ্রবি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গণিত বিভাগ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
বশেমুরবিপ্রবি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গণিত বিভাগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০১৫-এ চ্যাম্পিয়ন হয়েছে গণিত বিভাগ।

বুধবার (০৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০১৫’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এতে গণিত বিভাগের মুখোমুখি হয় অর্থনীতি বিভাগ।

খেলায় অর্থনীতি বিভাগ ১-০ গোলে গণিত বিভাগের কাছে পরাজিত হয়।
 
প্রতিযোগিতায় ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ হয়েছেন অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাহিদ। ফাইনাল ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন গণিত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র পারভেজ রনি।

এছাড়া টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের প্রথম বর্ষের ছাত্র টিংকু বাড়ই। ফেয়ার প্লে পুরস্কার পেয়েছে পরিসংখ্যান বিভাগ।

বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।