ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

কাতার এয়ারওয়েজের সঙ্গে বার্সার নতুন চুক্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
কাতার এয়ারওয়েজের সঙ্গে বার্সার নতুন চুক্তি ছবি: সংগৃহীত

ঢাকা: কাতার এয়ারওয়েজের সঙ্গে নতুন করে চার বছরের জার্সি স্পন্সরশিপ চুক্তি করতে যাচ্ছে বার্সেলোনা। চলতি মাসের শেষে করা এই চুক্তিতে বার্সা প্রতি মৌসুমে কাতার ভিত্তিক এই কোম্পানি থেকে ৬৫ মিলিয়ন ইউরো আয় করবে।

যা সর্বোচ্চ আয় করা ম্যানচেস্টার ইউনাইটেডের কাছাকাছি।

বার্সার সঙ্গে কাতারের বর্তমান চুক্তি রয়েছে প্রতি মৌসুমে ৩৫ মিলিয়ন ইউরো। আর নতুন চুক্তিতে বাড়ছে আরো ৩০ মিলিয়ন ইউরো। বার্সার বর্তমান চুক্তি চলতি মৌসুমের শেষে শেষ হবে।

বার্সার বর্তমান প্রেসিডেন্ট গত গ্রীস্মের নির্বাচনের আগেই এ চুক্তিটি ঠিক করে রেখেছিলেন। আর আবারো সভাপতি পদে বসতে পেরে আগামী ২৪ অক্টোবর নতুন চুক্তিটি করবেন।

বর্তমান ফুটবল বিশ্বে জার্সি স্পন্সর থেকে সবচেয়ে বেশি আয় করে ইংলিশ ক্লাব ম্যানইউ। শেভ্রোলেট কোম্পানি থেকে দলটি প্রতি মৌসুমে ৭০ মিলিয়ন ইউরো পেয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, ০৮ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।