ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

ক্লাববিহীন রোনালদিনহোর খেলার আশা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
ক্লাববিহীন রোনালদিনহোর খেলার আশা ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেনসের সঙ্গে সমঝোতার মাধ্যমে চুক্তি শেষ হওয়ার পর খেলা শুন্য রয়েছেন রোনালদিনহো। তবে ধারাবাহিকভাবে আবারো ফুটবল খেলতে চান বলে জানিয়েছেন, এ মিডফিল্ডার।



ব্রাজিলের আইকন এ ফুটবলার চলতি বছরের জুলাইয়ে মেক্সিকান ক্লাব কুইরেতারোতে এক মৌসুম কাটানোর পর ফ্লুমিনেনসে যোগ দেন। কিন্তু সেপ্টেম্বরের ২৮ তারিখে এই দলটিও ছাড়তে হয় সাবেক এ বার্সেলোনা তারকাকে।

চারবারের ব্রাজিলিয়ান সিরিআ এ চ্যাম্পিয়নদের দলে খুব একটা ভালো সময় কাটেনি রোনালদিনহোর। ৩৫ বছরের এ তারকা দলটির হয়ে মাত্র নয়টি ম্যাচ খেলেছেন। তবে এখনই নিজের বুট জোড়া তুলে রাখতে চাচ্ছেন না তিনি।

রোনালদিনহো বলেন, ‘আমি আবারো খেলা শুরু করবো। প্রতিদিনই আমার কাছে বিভিন্ন প্রস্তাব আসছে। আমি বর্তমানে নিজেকে ফিট মনেকরছি। ’

তিনি আরো বলেন, ‘আমি নিজের পারফর্মে বিশ্বাস করি। তাই আশাকরি ক্লাবগুলোও আমার প্রতি আস্থা রাখবে। আমি এখনও কঠোর অনুশীলন করছি। আমি মনেকরি খেলায় এখনও নিজের সেরাটা দিতে পারবো। ’

১৯৯৯ থেকে ২০১৩ পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের হয়ে রোনালদিনহো ৯৭টি ম্যাচ খেলেছেন। সেলেকাওদের বিশ্বকাপ জয়ী এ তারকা দলের হয়ে ৩৩টি গোলও করেছেন। এছাড়া ‍অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলা এ তারকা স্প্যানিশ জায়ান্ট বার্সার হয়ে ২০৭ ম্যাচে ৯৪টি গোল করেছেন।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ০৮ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।