ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

ব্রাজিলের বিপক্ষে অনিশ্চিত সানচেজ-ভিদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
ব্রাজিলের বিপক্ষে অনিশ্চিত সানচেজ-ভিদাল ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৮ বিশ্বাকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও চিলি। তবে এ ম্যাচে ইনজুরির কারণে অনিশ্চিত হয়ে পড়েছেন দলের সেরা তারকা অ্যালেক্সিস সানচেজ ও মিডফিল্ডার আরতুরো ভিদাল।

তারকা এ ফুটবলারদের ইনজুরির ব্যাপারটি নিশ্চিত করেছেন চিলি কোচ জর্জ সাম্পোলি।

আর্সেনাল তারকা সানচেজ হাঁটুর ইনজুরিতে ভুগছেন। অন্যদিকে বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার পেশিতে চোট পেয়েছেন। তবে দলের আর্জেন্টাইন কোচ বিশ্বাস ওপরের দু’জন ছাড়াও তারা ম্যাচে ভালো খেলবে।

এক সংবাদ সম্মেলনে সাম্পোলি বলেন, ‘তাদের দু’জনেরই একই অবস্থা। আমি ব্রাজিলের বিপক্ষে এই মুহূর্তে তাদের নিশ্চিত করতে পারছি না। ’

৫৫ বছর বয়সী এ কোচ আরো বলেন, ‘অবশ্যই তারা আমাদের দলের সেরা তারকা। তবে তাদের ছাড়াও আমরা ব্রাজিল ও পেরুর বিপক্ষে ভালো খেলতে আত্মবিশ্বাসী। ’

অন্যদিকে ব্রাজিল দলেও রয়েছে ইনজুরির সমস্য। ইনজুরির কারণে ইতোমধ্যে দল থেকে বাদ পড়েছেন লিভারপুল ফুটবলার ফিলিপ কোতিনহো ও রাফিনহা। তাদের বদলে দলে নেওয়া হয়েছে ওরল্যান্ডো সিটির অধিনায়ক কাকা ও বার্সেলোনা ডিফেন্ডার দানিয়াল আলভেজকে। তবে নিষেধাজ্ঞার কারণে সেলেকাওদের দলে নেই সুপারস্টার নেইমার।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ০৮ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।