ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

নিজের সেরাটাই দেবেন ফ্যালকাও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
নিজের সেরাটাই দেবেন ফ্যালকাও ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ল্যাটিন আমেরিকা অঞ্চলের দেশ কলম্বিয়া ও পেরু। শক্তির বিচারে কলম্বিয়া বেশ এগিয়ে থাকলেও এ ম্যাচের আগে ফর্মহীনতায় ভুগছেন দলের সেরা তারকা রাদামেল ফ্যালকাও।

তবে চেলসি স্ট্রাইকারের ব্যাপারে আশাহত না হয়ে ভরসা রাখছেন কলম্বিয়ান কোচ পেকারম্যান।

রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে কলম্বিয়া নিজেদের প্রথম ‍অ্যাসাইনমেন্টে ঘরের মাঠ বারানকুইলায় নামবে। বাংলাদেশ সময়ে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় ম্যাচটি সরাসরি দেখা যাবে টিভির পর্দায়।

ইংলিশ ক্লাব চেলসিতে চলতি মৌসুমে বেশ খারাপ সময় পার করছেন ফ্যালকাও। সাতটি লিগ ম্যাচে গোল করেছেন একটি। তবে পেকারম্যান মনে করেন, কলম্বিয়া দলে এখনও ফুরিয়ে যাননি ফ্যালকাও।

পেকারম্যান বলেন, ‘ফ্যালকাও তার ক্লাবের হয়ে ৯০ মিনিট মাঠে খেলছেন। আমরা সবাই তার যোগ্যতার ব্যাপারে জানি এবং খেলার মাঠে সে এখনও দুর্দান্ত। আমরা আশা করি ম্যাচে সে নিজের সেরাটাই খেলবে। ’

চলতি বছর জুনের পর থেকে কলম্বিয়া দুটি ম্যাচ খেলেছে পেরুর বিপক্ষে। তবে দুটি ম্যাচেই ড্র নিয়ে মাঠ ছেড়েছে দল দুটি।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ০৮ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।