ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

ম্যানসিটির কোচের দৌড়ে গার্দিওলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
ম্যানসিটির কোচের দৌড়ে গার্দিওলা ছবি: সংগৃহীত

ঢাকা: গত মৌসুম শেষেই গুঞ্জন ওঠে, ম্যানচেস্টার সিটির কোচ হতে পারেন পেপ গার্দিওলা। কিন্তু স্প্যানিশ কোচ নিজেই এমন গুজব উড়িয়ে দিয়েছিলেন।

তবে শেষ পর্যন্ত ম্যানসিটিই হতে পারে গার্দিওলার পরবর্তী ঠিকানা। আগামী মৌসুমেই এরকম কিছু হওয়ার আভাস মিলছে।

স্প্যানিশ দৈনিক মুন্ডো দেপোর্তিবোর বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে এমন খবরই প্রকাশিত হয়েছে।

ইতোমধ্যেই নাকি সিটিজেনদের ক্রীড়া পরিচালক জিকি বাগিরিস্তেইনকে মৌখিক সম্মতি জানিয়েছেন গার্দিওলা। এতেই গুজবে বাড়তি মাত্রা যুক্ত হয়। তবে ইংলিশ জায়ান্টদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

অন্যদিকে, গার্দিওলার সঙ্গে চুক্তি নবায়নে আগ্রহী বায়ার্ন মিউনিখ। দুই পক্ষের মধ্যে সমঝোতা হলেই এটি বাস্তবে রুপ নেবে। কিন্তু সূত্রমতে, সাবেক বার্সা কোচ এ মৌসুম শেষেই হয়তো জার্মানি ছাড়বেন!

তিন বছরের চুক্তিতে ২০১৩ সালে বায়ার্নের কোচের দায়িত্ব নেন গার্দিওলা। চলতি মৌসুম শেষেই যার মেয়াদ শেষ হবে। শেষ পর্যন্ত গুঞ্জন সত্যিতে রুপান্তরিত হলে তিনি ম্যানসিটির কোচ হিসেবে ম্যানুয়েল পেলেগ্রিনির স্থলাভিষিক্ত হবেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।