ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

ফ্রান্স দলে পগবার নাম প্রত্যাহার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
ফ্রান্স দলে পগবার নাম প্রত্যাহার ছবি : সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ফ্রান্সের হয়ে খেলতে পারছেন না জুভেন্টাস তারকা পল পগবা। আর্মেনিয়া ও ডেনমার্কের বিপক্ষে দুই ম্যাচেই দলের বাইরে থাকবেন ২২ বছর বয়সী এ মিডফিল্ডার।

ডান পায়ের গোড়ালির ইনজুরিতে ভোগায় স্কোয়াড থেকে তার নাম প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) স্বাগতিক হিসেবে আর্মেনিয়ার বিপক্ষে মাঠে ‍নামবে ফ্রান্স। বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় ম্যাচটি শুরু হবে। তিনদিন পর একই সময়ে ডেনমার্কের মুখোমুখি হবে দিদিয়ের দেশমের শিষ্যরা।

আর্মেনিয়ার বিপক্ষেই পগবার খেলার সম্ভাবনা ছিল। কিন্তু, জুভেন্টাস ডাক্তারের পরামর্শে তিনি প্রীতি ম্যাচ দু’টিতে জাতীয় দলের বাইরে থাকছেন। চিকিৎসা নিতে ইতোমধ্যেই ফ্রান্স থেকে তুরিনে ফিরেছেন পগবা। বৃহস্পতিবার তার পায়ে এমআরআই পরীক্ষা করানো হয়। পরিপূর্ণ ফিটনেসের জন্যই তাকে আপাতত বিশ্রামে রাখা হয়েছে।

এ মৌসুমের শুরু থেকেই ফিটনেস সমস্যায় ভুগছেন পগবা। জুভেন্টাসের ১০ নম্বর জার্সি গায়েও খুব একটা সুবিধা করতে পারছেন না। এখন পর্যন্ত সাত ম্যাচ শেষে ‍মাত্র আট পয়েন্টে ১২ নম্বরে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

অন্যদিকে, ক্লাব পর্যায়ে ইন্টার মিলানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচেও পগবার খেলা নিয়ে সংশয় রয়েছে। রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।