ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

ইউরোর চূড়ান্ত পর্বে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
ইউরোর চূড়ান্ত পর্বে পর্তুগাল ছবি: সংগৃহীত

ঢাকা: এক ম্যাচ হাতে রেখেই ইউরো ২০১৬’র মূল পর্ব নিশ্চিত করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। গ্রুপ ‘আই’র ম্যাচে ডেনমার্ককে ১-০ গোলে হারিয়ে বাছাইপর্বের বাধা দূর করে পর্তুগিজরা।

এ নিয়ে গ্রুপ পর্বের সাত ম্যাচের মধ্যে ছয়টিতেই জয় পেল ২০০৪ সালের রানার্সআপরা।

ঘরের মাঠ এএক্সএ স্টেডিয়ামে চূড়ান্ত পর্ব নিশ্চিতে ড্র-ই যথেষ্ট ছিল পর্তুগালের। অন্যদিকে, প্লে-অফ বাধা দূর করতে ডেনমার্কের জয়ের বিকল্প ছিল না। কিন্তু প্রথমার্ধ থাকে গোলশূন্য ড্র।

দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোল করেন ২৯ বছর বয়সী মিডফিল্ডার জো মোতিনহো। ১-০ গোলের লিড নেয় স্বাগতিকরা। পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়ায় ডেনমার্ক। কিন্তু পর্তুগিজদের ডিফেন্স দেয়াল ভাঙতে পারেনি মর্টেন ওলসেনের শিষ্যরা। ম্যাচ শেষে তাই ন্যূনতম ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোরা।

পয়েন্ট টেবিলে সাত ম্যাচ শেষে ছয় জয় ও এক পরাজয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে পর্তুগাল। সমান ম্যাচে ১১ পয়েন্টে তৃতীয় স্থানে আলবেনিয়া। পূর্ণ আট ম্যাচ শেষে দুইয়ে থাকা ডেনমার্কের সংগ্রহ ১২ পয়েন্ট।

শনিবার (১০ অক্টোবর) গ্রপপর্বের শেষ ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।