ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

এক মাস মাঠের বাইরে আগুয়েরো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এক মাস মাঠের বাইরে আগুয়েরো ছবি: সংগৃহীত

ঢাকা: ইনজুরির কারণে অন্তত এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের পক্ষ থেকে জানানো হয় গ্রেড টু হ্যামিস্ট্রিং ইনজুরিতে পড়েছেন এ তারকা ফুটবলার।



এর ফলে ম্যানচেস্টার সিটির হয়ে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২৫ অক্টোবরের ডার্বি ম্যাচে থাকতে পারছেন না আগুয়েরো।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলে হারের ম্যাচে প্রথমার্ধেই ইনজুরির কারণে মাঠের বাইরে চলে যান আগুয়েরো। স্ক্যান করানোর পর জানা যায়, এক মাস তাকে বিশ্রামে থাকতে হবে।

৩০দিন আগুয়েরোর সুস্থ হওয়ার স্বাভাবিক সময়। তবে লা আলবিসেলিস্তার পক্ষ থেকে জানানো হয়েছে আগুয়েরোর সুস্থ হওয়ার সময় আরো বাড়তে পারে।

ওল্ড ট্রাফোর্ডে ডার্বি ম্যাচ ছাড়াও আগুয়েরো আরো বেশ কয়েকটি ম্যাচ মিস করবেন। বার্নমাউথ, সেভিয়া (হোম ও অ্যাওয়ে), নরউইচ সিটি ও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামা নাও হতে পারে তার। প্রতিটি ম্যাচই ইতিহাদ স্টেডিয়ামে ‍অনুষ্ঠিত হবে। অ্যাওয়ে ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে ০৮ নভেম্বর মাঠে নামবে আগুয়েরোর সতীর্থরা।

ক্লাব ছাড়াও জাতীয় দলের হয়ে ১৪ অক্টোবরের ম্যাচে থাকছেন না আগুয়েরো। প্যারাগুয়ের বিপক্ষে তাদের ঘরের মাঠ আসুনসিওনে নামবে জেরার্ডো মার্টিনোর শিষ্যরা। এর আগে ইনজুরির কারণে দলের নিয়মিত অধিনায়ক লিওনেল মেসিও ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েন। এবার যোগ হয়েছেন আগুয়েরো।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ১০ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।