ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

ফার্স্ট ইন্টার শাহীন হকি টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
ফার্স্ট ইন্টার শাহীন হকি টুর্নামেন্ট ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ও বিএএফ শাহীন কলেজ ঢাকা এর ব্যবস্থাপনায় শুরু হয়েছে ‘ওয়ালটন ফার্স্ট ইন্টার শাহীন হকি টুর্নামেন্ট-২০১৫’।

রোববার (১১ অক্টোবর) দ্বিতীয় দিনের খেলায় বিকেল ৩ টায় বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুল ৪-২ গোলে বিএএফ শাহীন কলেজ, সমশেরনগরকে পরাজিত করে।

দিনের অপর ম্যাচে বিএএফ শাহীন কলেজ, ঢাকা ৪-৪ গোলে ড্র করে বিএএফ শাহীন কলেজ, যশোরকে।

ছয়দিন ব্যাপী এই টুর্নামেন্ট চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।

এবারের টুর্নামেন্টে সারা দেশের সাতটি বিএএফ শাহীন কলেজ অংশগ্রহণ করেছে। দলগুলো হল- বিএএফ শাহীন কলেজ ঢাকা, বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা, বিএএফ শাহীন কলেজ যশোর, বিএএফ শাহীন কলেজ পাহাড় কাঞ্চনপুর টাংগাইল, বিএএফ শাহীন কলেজ সমশেরনগর সিলেট, বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুল ও বিএএফ শাহীন কলেজ চট্টগ্রাম।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ১১ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।