ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

আবারো চ্যাম্পিয়ন হলেন লিজা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
আবারো চ্যাম্পিয়ন হলেন লিজা ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেনের আয়োজনে এবং ইভিকা চেস স্কুল, ঢাকার পৃষ্ঠপোষকতায় ইভিকা ৩৫তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের দশম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন।

এক রাউন্ড আগেই গতবারের জাতীয় মহিলা চ্যাম্পিয়ন লিজা চ্যাম্পিয়ন হলেন।



লিজা ১০ খেলায় পূর্ণ ১০ পয়েন্ট পেয়ে জাতীয় মহিলা দাবার শিরোপা অক্ষুন্ন রাখতে সক্ষম হন। জাতীয় মহিলা দাবায় এটা লিজার চতুর্থ বারের মতো শিরোপা জয়। এর আগে তিনি ২০০৫, ২০১০ ও ২০১৪ সালে জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়ন হয়েছিলেন।

রোববার (১১ অক্টোবর) দাবা কক্ষে অনুষ্ঠিত দশম রাউন্ডের খেলায় লিজা নিজ দলের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভাকে পরাজিত করেন।

এদিকে, বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন সাড়ে আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ সাত পয়েন্ট নিয়ে তৃতীয় এবং ছয় পয়েন্ট করে নিয়ে ইভা ও সামিহা শারমীন সিম্মী চতুর্থ স্থানে রয়েছেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ১১ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।