ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

পর্তুগালের টানা সাত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
পর্তুগালের টানা সাত জয় ছবি: সংগৃহীত

ঢাকা: আলবেনিয়ার বিপক্ষে হার দিয়ে পর্তুগালের ইউরো বাছাইপর্ব মিশন শুরু হয়। এরপরই ঘুরে দাঁড়ায় পর্তুগিজরা।

গ্রুপ ‘আই’র বাকি সাত ম্যাচেই তারা জয় তুলে নেয়। এদিকে, আগের ম্যাচেই চূড়ান্ত পর্ব নিশ্চিত হওয়ায় সার্বিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতা মাত্র।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্রামে থাকলেও জয়ের ধারা বজায় রাখে পর্তুগাল। সার্বিয়ার মাঠেই ২-১ গোলের ব্যবধানে ম্যাচটি জিতে নেয় ফার্নান্দো সান্তোসের শিষ্যরা। অবশ্য, শেষদিকে দুইজনের লালকার্ডে নয়জনের দলে পরিণত হয় স্বাগতিকরা।

রোনালদোর অনুপস্থিতিতে পর্তুগালের হয়ে অধিনায়কের আর্মব্র্যান্ড পরেন নানি। পার্টিজানা স্টেডিয়ামে খেলা শুরুর পাঁচ মিনিটে নানির গোলেই লিড নেয় পর্তুগিজরা। এক গোলে এগিয়ে থেকে তারা বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান মিডফিল্ডার জোরান তোসিক। এর তের মিনিটের মাথায় বদল হিসেবে নামা জো মোতিনহোর গোলে আবারো এগিয়ে যায় পর্তুগাল। পরের মিনিটেই লাল কার্ড দেখে ‍মাঠ ছাড়েন ম্যানসিটির সার্বিয়ান ডিফেন্ডার আলেক্সান্ডার কোলারভ।

দুই মিনিট না যেতেই প্রতিপক্ষের খেলোয়াড়কে মারাত্মক ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখেন চেলসি তারকা নিমাঞ্জা মাটিচ। নয়জনের দলে পরিণত নয়  সার্বিয়া। তখনই স্বাগতিকদের ম্যাচে ফেরার সম্ভাবনাটাও ক্ষীণ হয়ে পড়ে। শেষ পর্যন্ত প্রত্যাশিত জয় নিয়েই মাঠ ছাড়ে রোনালদোবিহীন পর্তুগাল।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।