ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

পেলের মেসি স্তুতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
পেলের মেসি স্তুতি লিওনেল মেসি ও পেলে

ঢাকা: এর আগেও পেলের প্রশংসা কুড়িয়েছেন লিওনেল মেসি। এবার আর্জেন্টাইন অধিনায়ককে অনন্য উচ্চতায় তুলে ধরলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।

সঙ্গে টেনেছেন দিয়েগো ম্যারাডোনাকে। তিনবারের বিশ্বকাপ জয়ীর মতে, পেলে ও ম্যারাডোনার খুব কাছাকাছি অবস্থানে পৌছে গেছে মেসি। গোল ডট কম-এর বরাত দিয়ে এমনটিই জানা গেছে।

রোববার (১১ অক্টোবর) সকালে ভারতের কলকাতায় পা রাখেন পেলে। দীর্ঘ ৩৮ বছর পর তার আগমন উপলক্ষ্যে পুরো কলকাতা শহর যেন উচ্ছ্বাসে মাতে। অবশ্য বিমানবন্দরে নেমে তিনি মিডিয়ার সম্মুখীন হননি। বিশ্রাম নিতে চলে যান পশ্চিমবঙ্গের তাজ বেঙ্গল হোটেলে। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের সাবেক তারকা ফুটবলার চুনি গোস্বামী ও দিপেন্দু বিশ্বাস।

পেলের সঙ্গে কথোপকথনের একটা অংশ তুলে ধরেন গোস্বামী, ‘আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, কিছু সময়ের জন্য ফুটবল খেলা সম্ভব কিনা। কিন্তু পেলে সবিনয়ে জানায়, আমার পক্ষে এ মুহূর্তে ফুটবল খেলা সম্ভব নয়। ’

বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় মেসি। সব ঠিক থাকলে বছর শেষে পঞ্চমবারের মতো বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর জিততে পারেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা। মেসি প্রসঙ্গে পেলের ভাষ্য, ‘মেসির প্রতিভা প্রশ্নাতীত। বর্তমানে সে ম্যারাডোনা ও পেলের কাছাকাছি অবস্থানে চলে এসেছে। ’

অন্যদিকে, আবারো সাফল্যধারায় ফিরতে ব্রাজিল দলের কি প্রয়োজন, সে প্রশ্নেরও জবাব দেন পেলে। এ প্রসঙ্গে তার অভিমত, ‘ভয়ানক অবস্থা থেকে উত্তরণে ব্রাজিলের আরো ভালো মানের খেলোয়াড় প্রয়োজন। এর কোনো বিকল্প নেই। ’

** ৩৮ বছর পর কলকাতায় পেলে

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।