ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

বিশ্বকাপে চোখ ড্যান কার্টারের

আরিফুল ইসলাম, অতিথি লেখক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
বিশ্বকাপে চোখ ড্যান কার্টারের ছবি : সংগৃহীত

ঢাকা: শচীন টেন্ডুলকার কিংবা মুত্তিয়া মুরলিধরণ, নামগুলো শোনার সাথে সাথে আপনি হারিয়ে যান ক্রিকেট ভুবনে। পেলে-ম্যারাডোনার কথা আলোচনায় আসামাত্র ফুটবল মাঠে কে সেরা সেই তর্ক-বিতর্কে জড়িয়ে যান।



ড্যান কার্টারের নাম কি আপনার জানা? না জানলে দোষ নেই। ক্রিকেট যে দেশে গর্ব, ফুটবল যেখানে আবেগ, সেখানে ড্যান কার্টারদের নাম অনেক সময় অজানা থেকে যায়।

টেলিভিশনে চ্যানেল ঘোরাতে ঘোরাতে কখনো যদি রাগবি খেলা আপনার চোখের সামনে পরে তাহলে সেই খেলার অন্যতম সেরা তারকা ড্যান কার্টার।

সম্প্রতি ইংল্যান্ডের বেশ কিছু শহর ও কার্ডিফে চলছে রাগবি বিশ্বকাপ ২০১৫-এর জমজমাট লড়াই। অষ্টমবারের মতো আয়োজিত আসরে অংশ নিয়েছে ২০টি দেশ। সেখানে সেরা দলগুলোর কাতারে আছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েলস, দক্ষিণ আফ্রিকাসহ আরও বেশ কিছু দল। প্রথম পর্ব শেষে ৮টি দল জায়গা করে নিয়েছে নক-আউট পর্বে। এদিকে গ্রুপ পর্বে জাপান শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এই এশিয়াতে আবারো রাগবি আলোচনাকে সামনে এনেছে।

তবে গত আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড এবারও লড়ছে দুর্দান্ত দাপটের সাথে। গ্রুপ পর্বের সবক’টি ম্যাচে জয় কিউইদের। অর্জিত জয়ের পিছনের নায়ক ড্যান কার্টারের ভূমিকা মোটেও কম না।

যদি রাগবি ইতিহাসে সেরা দশজন খেলোয়ারের নাম লিখতে বলা হয়, সেখানে কার্টারের নাম থেকেই যাবে। রাগবি মাঠে যেকোন অবস্থানে নিজেকে প্রমাণ করার ক্ষমতা রাখেন নির্দ্বিধায়। রক্ষণভাগ কিংবা আক্রমণভাগ যাই বলা হোক না কেন, সব জায়গায় সমান পটু এই জীবন্ত কিংবদন্তি। আর মাঝমাঠে তার দক্ষতা যেন চীনের প্রাচীরের মতো।

কার্টার নজর কাড়েন তার কিকের জন্য। লক্ষভেদ করতে যেন সামান্যতম ভুল করেন না। প্রদেশিক অভিষেক ২০০২ সালে হলেও তার সুপার রাগবি অভিষেক হয় ২০০৩ সালে।

সুপার রাগবি ইতিহাসে সর্বাধিক পয়েন্ট স্কোরার তিনি। অল-ব্ল্যাকসদের হয়ে ফ্লাই-হাফে সবচেয়ে বেশি ম্যাচ খেলার সংখ্যাটা যেন প্রতি ম্যাচেই বড় করে তুলছেন কার্টার। ২০১০ সালে ওয়েলস টেস্ট রাগবিতে ১১৮৮ পয়েন্টের রেকর্ড নিয়ে বছর শেষ করলেও ২০১১ সালে উইলকিনসন ১১৯৫ পয়েন্ট করে কার্টারকে টপকে যান। তবে ২০১১ রাগবি বিশ্বকাপের গর্বিত সদস্য হন ড্যান কার্টার।

এছাড়া ক্লাব ক্রুসেডারসের হয়ে কার্টার অনেক রেকর্ডই ছুঁয়েছেন।

প্রাপ্তির খাতায় তৃপ্তি এখনো হয়তো মেটেনি, তবে ক্যারিয়ারে কার্টার সম্মাননা কম যোগ করেননি। ২০০৪ সালে কেলভিন ট্রেমেইন মেমোরিয়াল ট্রফি ছুঁয়েছেন বর্ষসেরা খেলোয়ার হয়ে। ২০০৪ ও ২০০৬ সালে রিবেল-স্পোর্ট-সুপার-ফোরটিনে সেরা খেলোয়ারের সম্মাননা যোগ করেন।

ইন্টারন্যাশনাল রাগবি বোর্ড ২০০৫ এর বর্ষসেরা খেলোয়ার ড্যান কার্টার। ২০১০ সালে সর্বাধিক সুপার রাগবি এবং টেস্ট পয়েন্টের প্রাপ্তি তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। চারটি সুপার রাগবি টাইটেল, ছয়টি ত্রিদেশীয় সিরিজের সাথে রাগবি চ্যাম্পিয়নশিপের জয় তাকে নিয়ে গেছেন কিংবদন্তিদের কাতারে।

তৃতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি নিজেদের ঘরে তোলার সামনে নিউজিল্যান্ড। সর্বাধিক শিরোপা নিজের ঘরে তোলার দিকে তাই বাড়তি নজর এখন কার্টারের। নজর যাই হোক ড্যান কার্টারকে কিংবদন্তিদের কাতারে রাখলে মোটেও ভুল হবে না।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ১৩ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।