ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

নওগাঁয় আইজিপি কাপ কাবাডি টুর্নামেন্টে ধামইরহাট চ্যাম্পিয়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
নওগাঁয় আইজিপি কাপ কাবাডি টুর্নামেন্টে ধামইরহাট চ্যাম্পিয়ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁয় ন্যাশনাল এগ্রিকেয়ার বাংলাদেশ আইজিপি কাপ আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতায় ধামইরহাট উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪টা থেকে শহরের নওযোয়ান মাঠে টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।

এতে ধামইরহাট উপজেলা ও নওগাঁ সদর উপজেলা দল অংশ নেয়।

খেলায় ৪৭-৩২ পয়েন্টে নওগাঁ সদর উপজেলা দলকে হারিয়ে ধামইরহাট উপজেলা দল চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন রাজশাহী বিভাগীয় কমশিনার হেলালুদ্দিন আহমেদ।   অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক, ন্যাশনাল এগ্রিকেয়ার বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধি বজলুর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুসহ অনেকে উপস্থিত ছিলেন।

খেলার শুরুতেই নৃত্য পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণার্থীরা।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৪ অক্টোবর শুরু হয় এই টুর্নামেন্ট। এতে জেলার ১১টি উপজেলা থেকে ১১টি ও নওগাঁ পৌরসভার একটি দল অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।