ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

জাতীয় দলের সাবেক ফুটবলার মাসুমের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
জাতীয় দলের সাবেক ফুটবলার মাসুমের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক সদস্য সোহেল আল মাসুম (৪২) মারা গেছেন (ইন্নালিল্লাহি....রাজিউন)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে তার মৃত্যু হয়।



মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মাসুম সাফ গেমসে স্বর্ণপদক জয়ী বাংলাদেশ ফুটবল দলের সদস্য এবং আবাহনী ক্রীড়া চক্র ও ব্রাদার্স ইউনিয়নের খেলোয়াড় ছিলেন।

তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর গ্রামের সন্তান। তবে পরিবার নিয়ে  মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া এলাকায় বসবাস করতেন।

মাসুমের মৃত্যুতে তার বন্ধু জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় শোক প্রকাশ করেছেন।
 
পরিবারের লোকজন জানায়, বুধবার সকাল ৯টায় নামাজে জানাজা শেষে তার মরদেহ মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া কবরস্থানে দাফন করা হবে।

এদিকে, মাসুমের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সহ সভাপতি হেলাল উদ্দিন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ কবীর ফারুক শোক প্রকাশ করেছেন। তারা মৃতের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।