ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

কিরগিজদের কাছে আবারও হেরেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
কিরগিজদের কাছে আবারও হেরেছে বাংলাদেশ ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপ বাছাইয়ে ফিরতি লেগের খেলায় কিরগিজস্তানের কাছে ২-০ গোলে হেরেছে নতুন কোচ ফ্যাবিও লোপেজের বাংলাদেশ। আর এই হারে দুই লেগ মিলে ৫-১ গোলের ব্যবধানে হারলো মামুনুলরা।

এর আগে, ১১ জুন ঢাকায় প্রথম লেগের খেলায় দলটির কাছে ৩-১ এ হেরেছিল বাংলাদেশ।
 
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশকেকে, প্রথমার্ধের ২৭ মিনিটে, ভিতালিজ লাক্সের গোলে ১-০ তে এগিয়ে যায় কিরগিজস্তান। স্বাগতিকদের কাছে প্রথমার্ধে পিছিয়ে পড়া সফরকারী বাংলাদেশ খেলায় ফিরতে চাইলেও আর সম্ভব হয়নি। এরপর, দ্বিতীয়ার্ধের পুরোটা জুড়েই বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করে কিরগিজরা।

সেই ধারাবাহিকতায় খেলা শেষের মাত্র ১ মিনিট আগে ইলদার ইমারভের গোল ২-০ তে এগিয়ে দিয়ে জয়ের আনন্দে মাতায় স্বাগতিক কিরগিজদের।

২০১৮ সালের বিশ্বকাপ বাছাইয়ের এশিয়া অঞ্চলের ম্যাচে এটি বাংলাদেশের চতুর্থ হার। আর কিরগিজস্তান জিতেছে দুটি ম্যাচে। দুটিই মামুনুল ইসলামের দলের বিপক্ষে।

‘বি’ গ্রুপে পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চলে গেল কিরগিজস্তান। সমান ম্যাচে বাংলাদেশের সংগ্রহ মাত্র এক পয়েন্ট। ফলে, গ্রুপ টেবিলের সবার নিচে লাল-সবুজরা।

বাংলাদেশ সময় ০০১১ ঘন্টা, ১৪ অক্টোবর, ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।